বৃহস্পতিবার রাতে গুজরাটের ভদোদরার এলাকার কারেলিবাগে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে ওই দুর্ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এক গাড়ির চালক মদ্যপ অবস্থায় তাঁর গাড়ি দিয়ে একাধিক গাড়িতে ধাক্কা দেয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার সময়ের ভিডিও দেখা গেছে।
ভদোদরা শহরের ব্যস্ততম মোড় কারেলিবাগের আম্রপালী রাস্তার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজ অনুসারে, একটি দ্রুতগতির কালো রঙের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে। এরপর বেশ কয়েকজন পথচারীকেও ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়। যার নাম হেমালিবেন প্যাটেল বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার ফলে জৈনি (১২), নিশাবেন (৩৫), ১০ বছর বয়সী এক অজ্ঞাত মেয়ে এবং ৪০ বছর বয়সী একজন লোক সহ আরও তিন থেকে চারজন গুরুতর আহত হন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন।
দুর্ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার লীনা পাটিল জানিয়েছেন যে ওই চালক মদ্যপ ছিলেন এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, "একটি গাড়ি এবং একটি বাইকের সাথে ধাক্কা লাগে এবং দুর্ঘটনায় একজন মহিলার মৃত্যু হয়। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও তদন্ত করছে"।
Comments :0