Tufanganj Tovernment Polytechnic

তৃণমূল নেতার দৌরাত্বে অভুক্ত তুফানগঞ্জে পলিটেকনিক কলেজের ১২ পড়ুয়া

জেলা

অবস্থানরত অভুক্ত পড়ুয়ারা। ছবি - অমিত কুমার দেব।

তৃণমূল নেতার দাদাগিরি, দীর্ঘ ৩ দিন যাবত রান্না বন্ধ কোচবিহার জেলার তুফানগঞ্জ সরকারি পলিটেকনিক ছাত্র আবাসনে। রীতিমতো অনাহারে দিন কাটাচ্ছেন এই ছাত্র আবাসনের প্রায় ১২জন পড়ুয়া। শুক্রবার পলিটেকনিকের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করলেন এই অভুক্ত পড়ুয়ারা।
জানা গেছে, তুফানগঞ্জ পলিটেকনিকের হোস্টেলের রান্না, নিরাপত্তা, সাফাই সহ যাবতীয় দায়িত্বে রয়েছে  গোপালকৃষ্ণ স্বরোজগারি স্বনির্ভর গোষ্ঠী। গোষ্ঠীর এক সদস্যা সুমিত্রা বর্মনের অভিযোগ, তুফানগঞ্জ ১ নম্বর ব্লক প্রশাসনের তরফে তাদের রান্নার দায়িত্ব দেওয়া হয়। এবং যাবতীয় তথ্য নথিভুক্ত করা হয়। হঠাৎ গ্রাম পঞ্চায়েত থেকে এই  তালিকায় মঞ্জুরা বিবি নামে অপর এক মহিলার নাম নথিভুক্ত করা হয়। কিন্তু সে আমাদের দলের সদস্যা না হওয়ায়, তাঁকে কাজে আসতে বারণ করা হয়। কিন্তু তাদের বারণ অগ্রাহ্য করেন স্থানীয় তৃণমূল নেতা আজহার ব্যাপারির স্ত্রী মঞ্জুরা বিবি। এরপর রান্না করা ছেড়ে দেন তাঁরা। এই পরিস্থিতিতে ভিডিও তাদের ডেকে পাঠিয়ে পুনরায় রান্নার কাজ করতে বললে তাঁরা আবারও কাজ শুরু করেন, কিন্তু আশ্চর্যজনক ভাবে আবার এই তৃণমূল নেতার স্ত্রী কাজে যোগ দিতে চান। শাসক দলের নেতার স্ত্রী মঞ্জুরা বিবির দাবি, স্থানীয় নাককাটিগছ গ্রাম পঞ্চায়েত প্রশাসন নাকি রান্নার কাজের জন্য নথিভুক্ত এই মহিলাদের কাজ ছেড়ে দিতে বলেছে।
তার কাছ থেকে এই বিষয়টি শুনে পরপর ৩ বার রীতিমতো মিটিং করে তাঁর সিদ্ধান্তের মাধ্যমে এই কাজ ছেড়ে দেওয়ার আবেদন জানান।  এরপর বিডিও গ্রাম পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেন এই দলকে দিয়ে রান্নার কাজ করাতে হবে। এরপর পুনরায় তাঁরা এই কাজ শুরু করেন।
কিন্তু সম্প্রতি তৃণমূল নেতা আজহার ব্যাপারি তাদেরকে নানাভাবে হুমকি দেয় এবং এরপর স্বেচ্ছায় তারা এই রান্নার কাজ ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।
যদিও তৃণমূল নেতা আজহার ব্যাপারির দাবি, শুরু থেকেই আমার স্ত্রীর নাম এই তালিকায় রয়েছে। স্বনির্ভর দলের সদস্যারাই তার স্ত্রীকে রান্না করতে বাঁধা দিচ্ছেন। পড়ুয়ারা আন্দোলনে নামার পরই টনক নড়ে পলিটেকনিক কর্তৃপক্ষের। এব্যাপারে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে আসেন এই অভুক্ত ছাত্ররা।

Comments :0

Login to leave a comment