বামফ্রন্ট সরকার এরাজ্যের কৃষকদের জমির পাট্টা বন্টন করেছিল। তৃণমূলের সময়ে সেই জমি বেহাত হচ্ছে। জলের দরে কর্পোরেটের হাতে জমি তুলে দেওয়া হচ্ছে। উলটো দিকে অরণ্যের অধিকার হারাচ্ছেন আদিবাসী কৃষক। বামফ্রন্ট কৃষিক্ষেত্রে মহাজনি কারবার বন্ধ করেছিল। কৃষকের হাতে সুলভে মূলধন তুলে দিতে গড়ে উঠেছিল সমবায়। বর্তমানে সেই সমবায় ব্যবস্থা তুলে দিয়েছে তৃণমূল। সেই সুযোগে মাথাচাড়া দিচ্ছে মাইক্রো ফাইনান্স সংস্থাগুলি। ঋণের জালে জড়িয়ে সর্বস্বান্ত হচ্ছে গ্রামীণ কৃষক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কী ভাবছে কৃষকসভা? কোন আন্দোলন গড়ে উঠতে চলেছে আগামীদিনে?
এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আপনাদের মুখোমুখি সারা ভারত কৃষকসভার সভাপতি অশোক ধাওয়ালে। উপস্থাপনায় গণশক্তি ডিজিটাল এবং সিপিআই(এম) ডিজিটাল।
Comments :0