প্রায় সপ্তাহখানেক পর ফের শুরু হয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবথেকে ব্যায়বহুল ক্রিকেট প্রতিযোগিতা। ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের কারণেই প্রায় ৭দিনের জন্য স্থগিত ছিল আইপিএল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরছে আইপিএল। শনিবার বেঙ্গালুরু ও কলকাতা ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইপিএল। চিন্নাস্বামীতে খেলা শুরু হবে সন্ধ্যা ৭:৩০টায়। শুরুতেই আইপিএলে প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে রাহানের দল। প্লে অফে যাওয়ার সম্ভাবনা খুবই কম। শেষ ম্যাচে ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হেরেছিল নাইট রাইডার্স । তাই যেটুকু সম্ভাবনা রয়েছে তা উজ্জ্বল রাখতেই এই ম্যাচ জিততে চাইছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। এই বছর আইপিএলের চ্যাম্পিয়ন হতে মরিয়া বিরাটরা। ইডেনে নাইটদের বিরুদ্ধে প্রাক্তনী ফিল সল্ট এবং বিরাট দারুণ পারফর্ম করেছিলেন। সেই ধারাই শনিবার বজায় রাখতে চায় বেঙ্গালুরু। চিন্নাস্বামী ছোট মাঠে নাইটদের ভরসা সেই স্পিনাররাই। মইন আলি ব্যাক্তিগত কারণে এই ম্যাচ খেলবেন না । ফলে দায়িত্ব বর্তাবে নারীন, বরুণদের উপরই। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে একে অপরের। যার মধ্যে ২০ বার জিতেছে কলকাতা এবং ১৫ বার বেঙ্গালুরু।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশ - সল্ট , বিরাট, মায়াংক আগরওয়াল, রজত পাত্তিদার, জিতেশ শর্মা , রোমারিও স্টেফার্ড, টিম ডেভিড, ক্রুণাল পান্ড্য , ভুবনেশ্বর কুমার , যশ দোয়াল, সুয়াশ শর্মা।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য প্রথম একাদশ - সুনীল নারিন, গুরবাজ , রাহানে, ভেঙ্কটেশ , সূর্যবংশী, রিঙ্কু , রাসেল, রমন্দীপ, বৈভব, হর্ষিত রানা, বরুণ।
Comments :0