Mens Hockey Asia Cup 2025

চীনকে বড় ব্যাবধানে হারিয়ে ফাইনালে ভারত

খেলা

শনিবার মেন্স হকি এশিয়া কাপের সুপার ফোরে নেমেছিল ভারত ও চীন। ৭-০ গোলে জিতল ভারত। ফাইনালে তারা খেলবে কোরিয়ার বিরুদ্ধে। প্রথম ৭ মিনিটের মধ্যেই শৈলন্ড এবং দিলপ্রিতের গোলে এগিয়ে যায় ভারত। ৩৭এবং ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান রাজ কুমার পাল এবং সুখজিৎ। ৪৬ও ৪৭ মিনিটে জোড়া গোল করেন অভিষেক। গ্রুপ পর্বে এই চীনের কাছেই ৪-৩ গোলে হারতে হয়েছিল ভারতকে। তারই মধুর প্রতিশোধ শনিবার নিল ভারত। অন্য ম্যাচে মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কোরিয়া। রবিবার ৭ সেপ্টেম্বর ফাইনালে নামবে ভারত ও কোরিয়া।

Comments :0

Login to leave a comment