বুধবার হকি এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামবে ভারত। দুই দলই গ্ৰুপ পর্যায়ে নিজেদের সেরা পারফরম্যান্স দিয়েই জায়গা করে নিয়েছে শেষ চারে । ভারত প্রথম দুটি ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছিল। তবে মালয়েশিয়ার কাছে হারলেও কোরিয়া গ্ৰুপ পর্যায়ে একমুখী ফলাফলেই জয় পেয়েছিল। তবে বর্তমানে এফআইএইচ বা FIH ( হকি ইন্টারন্যাশনাল ফেডারেশন ) বিশ্ব র্যাংকিংয়ে কোরিয়ার থেকে বেশ খানিকটাই এগিয়ে রয়েছে ভারত। কোরিয়ার র্যাঙ্ক যেখানে ১৫ ।সেখানে ভারতের র্যাঙ্ক ৭ । মুখোমুখি সাক্ষাতেও এগিয়ে রয়েছে ভারত। ৫১বারের সাক্ষাতে ভারত জিতেছে ৩৮বার ১২বার ড্র হয়েছে ১১বার জিতেছে কোরিয়া। ফাইনালে যাওয়ার ক্ষেত্রে বুধবারের ম্যাচ তাই যথেষ্টই কঠিন হতে চলেছে দুই দলের জন্যই । [পাহাড়প্রমাণ চাপ থাকবে ভারতের কোচ ক্রেগ ফুল্টন ও দক্ষিণ কোরিয়ার কোচ সিন সিওকের ।
Men's Hockey Asia Cup 2025
হকি এশিয়া কাপে চ্যাম্পিয়নদের মুখোমুখি ভারত

×
Comments :0