সোমবার কাফা নেশন্স কাপের ম্যাচে ওমানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করল ভারত। ম্যাচের ৮১ মিনিটে এক গোলে পিছিয়ে থাকার পর পরই গোলটি শোধ দেয় ভারত। গোল করেন উদন্তা সিং। রাহুল ভেকের লম্বা থ্রো থেকে ড্যানিশের ফ্লিকে হেড করে গোল করেন উদান্তা সিং। ম্যাচের অতিরিক্ত সময়েও ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। ভারতের গোল করেন চাঙ্গতে, রাহুল ও জিতিন। মিস করেন আনোয়ার আলি। ওমানের হয়ে গোল করেন আল রুশায়িদি, আল ঘুসাইনি। মিস করেন আল ইয়াহামেদি ও আল সাদি। এই জয়ের ফলে কাফা নেশন্স কাপে ব্রোঞ্জ পদক জিতল খালিদ জামিলের ভারত। আগামী ৯ অক্টোবরের এশিয়া কাপের যোগ্যতা অর্জন ম্যাচে নামার আগের ড্রেস রিহার্সাল সেরে নিল ভারত।
CAFA NATIONS CUP 2025
নেশন্স কাপে তৃতীয় স্থান পেল ভারত

×
মন্তব্যসমূহ :0