U-19 SAFF CUP

সাফ অনুর্দ্ধ ১৯-র ফাইনালে ভারত

খেলা

মালদ্বীপকে ৩-০গোলে হারিয়ে অনুর্দ্ধ ১৯সাফ কাপের ফাইনালে উঠল ভারত। ম্যাচে  গোল করেন প্রশোন জাজো, ওমং দোদুং। অন্য গোলটি এসেছে ড্যানি মিতেইয়ের পা থেকে। বৃষ্টিস্নাত মাঠে ১৪মিনিটের মাথায় একটু দুরন্ত ভলিতে প্রথম গোল করেন মিতেই। এই নিয়ে এই প্রতিযোগিতায় তার পঞ্চম গোল হয়ে গেল। ২০মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন ওমং । প্রশোনের পাস থেকে। দ্বিতীয়ার্ধের ৬৫মিনিটে তৃতীয় গোল করেন প্রশোন। গোল হওয়ার পর ভারতকে আক্রমণের ঢেউয়ে চাপে ফেলতে শুরু করে মালদ্বীপ। কিন্তু জমাট রক্ষণে ভারতের গোলদুর্গ ভাঙতে পারেনি তারা। অন্য ম্যাচে নেপালকে ২-১গোলে হারিয়েছে বাংলাদেশ। এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ফাইনাল দেখতে মুখিয়ে আছে। রবিবার গোল্ডেন জুবিলী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ সন্ধ্যা ৭টায়।

Comments :0

Login to leave a comment