VIKRAM MISRI

অসামরিক বিমানকে ঢাল করছে পাকিস্তান, অভিযোগ ভারতের

জাতীয়

পুঞ্চে ট্রাকে করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের।

পাকিস্তান ড্রোন হামলা চালিয়ে এখন তা অস্বীকার করছে। আকাশপথে হামলা চালানোর পরও অসামরিক বিমান পরিবহণ বন্ধ করেনি পাকিস্তান। যাত্রী বিমান পরিষেবাকে ঢাল করার চেষ্টা করছে।
শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে ভারতের পক্ষে এই অভিযোগ তুলেছেন বিদেশ সচিব বিক্রম মিসরি।তিনি দাবি করেছেন যে পাকিস্তানের হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে ভারত দায়িত্ববোধ দেখিয়েছে। সাধারণ যাত্রীবাহী আন্তর্জাতিক উড়ানের যাতে ক্ষতি না হয় সেদিকে নজর দিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। 
সাংবাদিক সম্মেলনে উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেছেন, ৭ মে পাকিস্তান রাত সাড়ে ৮টা নাগাদ বিনা প্ররোচনায় হামলা শুরু করে। ভারতীয় ভূখণ্ডে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হানা চালায়। বাণিজ্যিক যাত্রীবাহী উড়ানকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। যেখানে প্রত্যাঘাত প্রত্যাশিত ছিলই সেখানে আকাশপথ যাত্রীবাহী বিমানের জন্য খোলা রেখেছে পাকিস্তান।
‘ফ্লাইটরাডার২৪’ থেকে স্ক্রিনশট দেখানো হয় সাংবাদিক সম্মেলনে। ব্যোমিকা সিং বলেন, ছবিতেই দেখা যাচ্ছে ভারতের পাকিস্তান লাগোয়া আকাশপথে বিমান চলাচল বন্ধ করা ছিল। কিন্তু পাকিস্তান করাচি এবং লাহোরের মধ্যে বিমান চলাচল অব্যাহত রেখেছিল।’’ 
সাংবাদিক সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি বলেছেন, তুরস্কের ৩০০-৪০০ ড্রোন ব্যবহার করে পাকিস্তান ভারতের ৩৬ জায়গায় হামলা চালানোর চেষ্টা করেছে। আকাশ সুরক্ষা ব্যবস্থা সেই হামলাকে প্রতিহত করতে পেরেছে। এর মধ্যে সামরিক ঘাঁটিও রয়েছে। 
শুক্রবারই ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানের বিদেশমন্ত্রী আসিফ দার অভিযোগ করেন যে পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা চালায়নি। ভারত অসত্য বলছে।
শুক্রবার এই বক্তব্যের জবাবে বিদেশসচিব মিসরি বলেছেন, পাকিস্তান হামলা চালিয়ে পরে তা অস্বীকার করছে। বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 
মিসরি বলেছেন, পাকিস্তান তাদের মাটিতে ভারতীয় বাহিনী ধর্মীয় স্থানে আঘাত করেছে বলে যে অভিযোগ করছে তা-ও অসত্য। বরং পাকিস্তান পুঞ্চে হামলা চালিয়েছে ক্রাইস্ট স্কুলে। মেরি এমাক্যুলেট পরিচালিত স্কুলে এই হামলায় দুই ছাত্র এবং তাঁদের অভিভাবকদের দুঃখজনক মৃত্যু হয়েছে। পাকিস্তানের হামলায় ভারতের নিরস্ত্র নাগরিকদের পাশাপাশি সেনাদের প্রাণ গিয়েছে। তার জবাব দেওয়া হয়েছে।
এদিন ভারত অভিযোগ করেছে যে বৃহস্পতিবার রাতে ভারতের ৩৬ জায়গায় পাকিস্তান আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা চালিয়েছে।
গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ৭ মে মাঝরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। 

Comments :0

Login to leave a comment