পহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে বড় পদক্ষেপ ভারতের। ভারতীয় সশস্ত্র সেনাবাহিনী মধ্যরাতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে আক্রমণ চালিয়েছে। ভারত জানিয়েছে বেছে বেছে কেবল সন্ত্রাসবাদীদের ঘাঁটিতেই আক্রমণ চালানো হয়েছে। এই রকম ৯টি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনা। ভারত জানিয়েছে পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানো হয়নি। এই আক্রমণ কোনও ভাবেই উস্কানিমূলক নয়। এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। কতলি, আহমদপুর, শারকিয়া, মুজফ্ফরাবাদ, মুরিদকে, ফয়সলাবাদ, ভাওয়ালপুরে আক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মুরিদকেতে জৈশের সদর দপ্তরে আঘাত করা হয়েছে।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। সন্ত্রাসবাদীদের মদত এবং নিজেদের মাটি ব্যবহার করতে দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। হামলার পেছনে পাকিস্তানের মদতের উল্লেখও করেছে আন্তর্জাতিক স্তরে।
বুধবার সারা দেশে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় অসামরিক প্রতিরক্ষা মহড়া হবে
strike on terror base
পাকিস্তানের ৯ সন্ত্রাসবাদী ঘাঁটিতে অপারেশন ভারতের

×
Comments :0