প্রথমার্ধে শেষে খেলার ফল গোলশূন্য। প্রথমার্ধের শেষের দিকে মনবির গোল করলেও। তার আগে পেট্রাটসের হাতে বল লাগায় রেফারি গোলের বাঁশি বাজাননি। হ্যান্ডবল দেওয়া হয় গোয়াকে।
দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে বরিসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। গোলরক্ষককে পাস দিতে গিয়েই ঘটে বিপত্তি। পাসটির কাছে পৌঁছতে না পারায় গোল খেয়ে হয়ে গোয়া। ম্যাচের ৯৩ মিনিটে মোহনবাগান বোঝালো কেন তারা চ্যাম্পিয়ন্স। সন্দেশের ভুলে বল পেয়ে যান গ্রেগ স্টুয়ার্ট। সে বলটা কিছুটা টেনে নিয়ে একক দক্ষতায় বল জালে জড়িয়ে দেন । ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।
Comments :0