লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কের হেনস্তার চেষ্টায় কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানালো ভারত। লন্ডনের সমীক্ষা প্রতিষ্ঠান চাটাম হাউসের অনুষ্ঠান সেরে বেরনোর সময় জয়শঙ্করকে হেনস্তার চেষ্টা করে খালিস্তানপন্থী সমর্থকরা।
নয়াদিল্লিতে ব্রিটেনের দূতাবাসের দায়িত্বে থাকা আধিকারিক ক্রিস্টিনা স্কটকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।
ব্রিটেন সরকারও জয়শঙ্করকে হেনস্তার চেষ্টার নিন্দা করেছে। ব্রিটেনের বিদেশ এবং কমনওয়েলথ ডেভেলপমেন্ট দপ্তর বলেছে, চাটাম হাউসের বাইরে গতকাল ভারতের বিদেশমন্ত্রীকে ঘিরে যা ঘটেছে তার তীব্র নিন্দা করা হচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে স্বীকৃতি দিলেও ব্রিটেন হুমকি বা ভয় দেখানোর চেষ্টাকে বরদাস্ত করবে না।’’
ভারতের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই আচরণ প্ররোচনামূলক। বিচ্ছিন্নতাবাদীরা গণতান্ত্রিক অধিকারের অপব্যবহার করছে। বিচ্ছিন্নতাবাদীদের ছোট্ট এই অংশের আচরণ নিন্দাজনক। আশা করব সংশ্লিষ্ট সরকার নিজেদের বৈদেশিক সম্পর্কের দায়বদ্ধতা বিবেচনায় রেখে ব্যবস্থা নেবে।’’
একটি ভিডিও-তে দেখা গিয়েছে চাটাম হাউস থেকে বেরনোর মুখে বিক্ষোভকারীদের একজন জয়শঙ্করের সামনে গিয়ে ভারতের জাতীয় পাতাকা ছিঁড়ে ফেলছে। পুলিশের সামনেই এমন আচরণ চলেছে।
মার্চের ৪ থেকে ৯ মার্চ জয়শঙ্কর ব্রিটেন সফরে রয়েছেন।
London Jaishankar Protest
লন্ডনে বিদেশমন্ত্রীকে হেনস্তায় কূটনৈতিক প্রতিবাদ ভারতের

×
Comments :0