Kartarpur Corridor

পাঞ্জাবে কর্তারপুর করিডোর বন্ধ রাখল ভারত

জাতীয়

পাঞ্জাবের গুরুদাসপুরে কর্তারপুর করিডোর বন্ধ করল ভারত। আপাতত এক দিন এই করিডোর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
গুরুদাসপুরে শিখ ধর্মস্থান ডেরা বাবা নানকের সঙ্গে পাকিস্তানে দরবার সাহিব গুরুদোয়ারার যোগাযোগ করে কর্তারপুর করিডোর। 
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে আক্রমণ করেছে ভারত।  বুধবার সকালে ‘অপারেশন সিন্দুর’ সম্পর্কে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন বিদেশসচিব বিক্রম মিসরি, সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার কমান্ডার ব্যোমিকা সিং। 
ভারত জানিয়েছে বহওয়ালপুরে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মহম্মদ এবং মুরিদকেতে অপর সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। 
ভারত জানিয়েছে, কর্তারপুর করিডোর বন্ধ থাকবে বলে দর্শনার্থীরা বুধবার দরবার সাহিব গুরুদোয়ারা যেতে পারবেন না। 
এই করিডোর সংক্রান্ত চুক্তিতে বলা হয়েছে যে দিনে ৫ হাজার দর্শনার্থী যেতে পারবেন পাকিস্তানে।

Comments :0

Login to leave a comment