INDIA VS ENGLAND

ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের লিড ভারতের

খেলা

India vs england test cricket

হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৫ রানের লিড নিল ভারত। দিনের শেষে ভারতের স্কোর ৪২১/৭। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৪৬ রান।

ভারতীয় ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এবং রবীন্দ্র জাডেজা। জয়সওয়াল এবং রাহুল ৮০ এবং ৮৬ রানে আউট হয়ে শতরান হাতছাড়া করেন। যদিও জাডেজা ৮১ রানে অপরাজিত রয়েছেন। জাডেজার  সঙ্গী হয়ে ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল। তিনি অপরাজিত রয়েছেন ৩৫ রানে।

ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন জো রুট এবং টম হার্টলে। জ্যাক লিচ এবং রেহান আহমেদ ১টি করে উইকেট নিয়েছেন।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক বেন স্টোকস। অন্য কোনও ব্যাটার ৪০ রানের গণ্ডী টপকাতে পারেননি।

ভারতের হয়ে বল হাতে কার্যত তাণ্ডব চালান জাডেজা এবং অশ্বিন জুটি। তাঁরা দুজনেই ৩টি করে উইকেট নেন। জাডেজা এবং অশ্বিনের ইকোনমি রেট ছিল যথাক্রমে ৪.৮৯ এবং ৩.২৪। ২টি করে উইকেট নেন যশপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেল।

Comments :0

Login to leave a comment