এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের প্রথম ইনিংস শেষে ১২৭ রানেই শেষ হল পাকিস্তানের ইনিংস। ম্যাচে স্পিনার কুলদীপ ৩ টি উইকেট নেন। বুমরা ২টি , অক্ষর ২ টি উইকেট নেন। সাহিবজাদা ফারহান করেন ৪০ রান। ১২৭ রানে ৯ উইকেটেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
ASIA CUP 2025
১২৭ এই শেষ পাকিস্তানের ইনিংস , নায়ক কুলদীপ

×
মন্তব্যসমূহ :0