U-19 Women's T-20 World Cup

তৃষার দাপটে বিশ্বকাপ ফাইনালে জয়ী ভারত

খেলা

অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে ট্রফি হাতে ভারতীয় দল।

গোঙ্গারি তৃষার পারফরম্যান্সে ফাইনালে ভারত ৯ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। অনূর্ধ্ব-১৯ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ফের জয়ী ভারত। 
কুয়ালালামপুরে ফাইনালে তৃষা ৪৪ রানে অপরাজিত থাকেন। ১১.২ ওভারেই ৮৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 
অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে, গতবার, ভারত জয়ী হয়েছিল শেফালি ভার্মার অধিনায়কত্বে। এবার অধিনায়ক নিক্কি প্রসাদ। এদিন জয়ের পর তেরঙা নিয়ে মাঠে ঢুকে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। 
এই টুর্নামেন্টে অপরাজিত দুই দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা ফাইনালে মুখোমুখি হয়েছিল।   
ফাইনালে টসে জিতে ব্যাট নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতীয় স্পিন আক্রমণের সামনে ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। ফাইনালে ৮২ রানে গুটিয়ে যায়।
তৃষা ৩টি উইকেটও নেন। তিন স্পিনার পারুনিকা সিসোদিয়া, আয়ুষি শুক্লা এবং বৈষ্ণবী শর্মা ২টি করে উইকেট নেন। বৈষ্ণবীর দখলে এই টুর্নামেন্টে ১৭ উইকেট নিলেন। 
জবাব দিতে নেমে প্রথম ওভার থেকে আক্রমণ শুরু করেন ভারতীয় ব্যাটাররা। প্রথম ওভারেই তিনটি চার মারেন তৃষা। ১০ম ওভারে নিজের ৩৮ রানের মাথায় ক্যাচ দিয়েছিলেন তৃষা। কমলিনী আউট হয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে যোগ দেন চাল্কে।

Comments :0

Login to leave a comment