US Iran

আমেরিকাকে চিঠি ইরানের, শর্তসাপেক্ষে আলোচনার প্রস্তাব

আন্তর্জাতিক

যুদ্ধের জন্য তৈরির রয়েছে বলে ঘোষণা করল ইরান। সেই সঙ্গে বলেছে যে আমেরিকার সঙ্গে আলোচনা হতে পারে ‘পারস্পরিক মর্যাদা এবং স্বার্থের ভিত্তিতে।’
ইরানে সরকার বিরোধী প্রতিবাদ তীব্র চেহারা নিয়েছে। ইরান তার পেছনে বিদেশি মদত দেখছে। এর মধ্যে অন্তত ৫০০ প্রতিবাদী নিহত হয়েছে সুরক্ষাবাহিনীর গুলিতে। ১০ হাজার ৭০০ আহত বলে দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। 
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড টরামপ দাবি করেন যে ইরান আলোচনায় বসতে চেয়েছে। এরপর ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরগচিও জানান যে বার্তা পাঠানো হয়েছে ওয়াশিংটনে। 
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে চরম বিশৃঙ্খলার সুযোগ নিতে পুরোপুরি নেমে পড়েছে আমেরিকা। প্রতিবাদীদের ওপর নির্যাতন হলে ইরানে সামরিক আক্রমণের হুমকি দিয়েছে। 
এদিকে ইরান সোমবার নিহত জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বলা হয়েছে অস্থিরতার জেরে আক্রমণে নিহত ১০০’র বেশি সুরক্ষাকর্মী। 
ইরানের বিদেশমন্ত্রী আরাগচি বলেছেন, প্রতিবাদকে হিংসাত্মক করা হয়েছে আমেরিকাকে সুযোগ করে দেওয়ার জন্য। তিনি বিদেশি কূটনীতিবিদদের কাছে দাবি করেছেন ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’ তাঁর অভিযোগ, প্রতিবাদীদের হাতে অস্ত্র বিলি করার ভিডিও ফুটেজ আছে। 
ইরানের অপসৃত রাজপরিবারের বংশধর রেজা পহলভি একটি দীর্ঘ বিবৃতিতে ‘কাজ শেষ করার’ আহ্বান জানিয়েছেন ‘দেশপ্রেমিক সহযোদ্ধাদের’ কাছে। তিনি নিজে অবশ্য আমেরিকায় আশ্রিত। ইরানের শেষ শাহের সন্তান এই প্রতিবাদের গোড়া থেকেই সমর্থন জানিয়ে আসছেন।

Comments :0

Login to leave a comment