গাজা সিটির অল ফরাবি স্কুলে আশ্রয় শিবিরে বোমা ফেলল ইজরায়েল। রবিবার ইজরায়েলের বোমায় সন্ধ্যা পর্যন্ত ২১ প্যালেস্তিনীয়ের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
শনিবারও প্যালেস্তাইনের বিভিন্ন এলাকায় ইজরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৮৯ ছাড়িয়েছিল। আহত হন ৪০৯ জন। তার মধ্যে বৃদ্ধ, শিশু এবং মহিলারা রয়েছেন।
গাজার বহু স্কুল এখন আশ্রয়শিবির। তার ওপরই টানা হামলা চলছে।
রবিবার মন্ত্রিসভার বৈঠকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ১ লক্ষ প্যালেস্তিনীয় গাজা ছেড়েছে। বাকিদের আটকাচ্ছে হামাস। গাজা সটির নাগরিকদের সরে যেতে বলা হয়েছে। গাজা থেকে প্যালেস্তিনীয়দের তাড়িয়ে পুরোপুরি কবজার নীতির পক্ষেই সওয়াল করেছেন নেতানিয়াহু।
প্যালেস্তাইনের আরেক অংশ অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কেও চলছে ইজরায়েলের আগ্রাসন। হেবরনে শরণার্থী শিবিরে ফের হামলা চালিয়েছে ইজরায়েল। শনিবারের পর রবিবারও হয়েছে হামলা। গ্রেপ্তার করা হয়েছে হেবরনের মেয়র তাসির আবু স্নেইনেকে। বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছিল ইজরায়েলের সেনা। প্রতিবাদে রবিবার হয়েছে বিক্ষোভ।
ইজরায়েলের তৈরি করা বসতি থেকেই বরাবরের মতো হামলা চালানো হয়েছে। বেদুইন অধিকারের পক্ষে সংগঠন অল বইদর বিবৃতিতে বলেছে, ওয়েস্ট ব্যাঙ্ককে প্যালেস্তিনীয়দের পক্ষে বিপজ্জনক করে তুলতে পরিকল্পনা করে হামলা চলছে। ইজরায়েলের তৈরি বসতি এলাকা থেকে হামলা চালানো হচ্ছে তাদের সেনার মদতে।
প্যালেস্তাইনে হামলা চালালেও দেশে নিরাপদ নয় ইজরায়েলের উগ্র দক্ষিণপন্থী সরকারের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভবিষ্যৎ। ইজরায়েলের বিরোধী নেতা ইয়োর লাপিদ বলেছেন যে গাজায় বাড়িঘর ভেঙে ধবংসস্তূপ বানাতে নেমেছেন নেতানিয়াহু। আসল প্রয়োজন হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে ইজরায়েলের নাগরিকদের ছাড়িয়ে আনা।
এর মধ্যে ইজরায়েলে ড্রোন আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হউথি গোষ্ঠী। ইজরায়েলের বিভিন্ন এলাকায় শোনা গিয়েছে বিপদসঙ্কেত। সেদেশের সংবাদমাধ্যম জানাচ্ছে যে রামন এয়ারপোর্টে আঘাত করেছে ড্রোন। বিমান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে ইজরায়েলের সেনা বিভাগ।
Israel Bombed Gaza School
গাজার স্কুলে বোমা ইজরায়েলের, নিহত ২১

×
মন্তব্যসমূহ :0