ISRAEL PALESTINE CONFLICT

হেজবোল্লাহর বেশ কয়েকটি ডেরায় হামলা ইজরায়েলের

আন্তর্জাতিক

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে আরও কয়েক হাজার প্যালেস্তিনীয় বাস্তুচ্যুত হয়েছে এবং গাজার দ্বিতীয় বৃহত্তম শহরের কেন্দ্রস্থলে মানবাধিকার বলে আর কিছু অবশিষ্ট নেই। চলতি সপ্তাহে রাষ্ট্রসংঘের প্রধান গাজায় 'মানবিক বিপর্যয়' এড়ানোর জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান। 
রাষ্ট্রসংঘের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ৮০ শতাংশেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে। এতে আরও বলা হয়, প্রধান ফাইবার রুটগুলি কাটার কারণে সমস্ত টেলিকম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলের একটি অংশের বাইরে খাদ্য, জল ও ওষুধ বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন করে উচ্ছেদের আদেশ মানুষকে ক্রমশ ছোট ছোট এলাকায় কেন্দ্রীভূত করে দিচ্ছে।
ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তে শতুলা সম্প্রদায়ের কাছে হেজবোল্লাহর ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইজরায়েলি সেনা আহত হয়েছে। পরে এই হামলার জবাবে ইজরায়েলি সেনারা হেজবোল্লাহর বেশ কয়েকটি ডেরায় হামলা চালায়। সামরিক বাহিনীর মতে, এই স্থানগুলির মধ্যে পূর্বে ইজরায়েলে প্রজেক্টাইল নিক্ষেপের জন্য ব্যবহৃত একটি স্থান ছিল।

Comments :0

Login to leave a comment