Gaza

গাজার আরেক বহুতলে বোমা ইজরায়েলের, বাসিন্দাদের হটাচ্ছে সেনা

আন্তর্জাতিক

বাড়িঘর গুঁড়িয়ে গিয়েছে আগেই। তবু মাথা তুলে রয়েছে কয়েকটি শক্তপোক্ত বহুতল। গাজা সিটির সেই সব বহুতলেই বোমা ফেলছে ইজরায়েল। শনিবারও গাজা সটির একটি বহুতলকে বোমায় উড়িয়ে দিয়েছে ইজরায়েল।  
ইজরায়েলের সেনা গাজার ক্ষুধার্ত আশ্রয়হীন বাসিন্দদের হুকুম দিয়েছে জান বাঁচাতে হলে দক্ষিণের দিকে চলে যেতে হবে। সেখানে নাকি ‘মানবিক সুরক্ষা অঞ্চল’ রয়েছে। এই সেনাই গুলি চালিয়েছে এমনকি ত্রাণ শিবিরে, খাবারের সারিতে দাঁড়ানো প্যালেস্তিনীয় শিশুদের ওপর।
শনিবার গাজা সটির ১৫ তলা বহুতল ‘সুসি টাওয়ার’-র ওপর বোমা ফেলে ইজরায়েল। ইজরায়েলের সেনা বরাবরের মতো যুক্তি দিয়েছে যে ওই বহুতলে হামাসের ঘাঁটি ছিল। ইজরায়েল যত অভিযোগগ তুলেছে তার এক বিন্দুও প্রমাণ করতে পারেনি। তবু বলেছে হামাস নাকি চারদিকে বিস্ফোরক পুঁতে রেখেছে। 
আমেরিকা রাষ্ট্রপতি গাজা থেকে প্যালেস্তিনীয়দের তাড়িয়ে ‘মনোরম বসতি অঞ্চল’ করার ঘোষণা করেছিলেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুবহু সেই নকশা মেনে সেনাকে নির্দেশ পাঠাচ্ছেন। 
গাজায় কর্মরত একাধিক ত্রাণ সংস্থাকে নিষেধাজ্ঞার আোতায় ফেলেছে আমেরিকা। ট্রাম্পের মদতে আরও বেপরোয়া নেতানিয়াহু। গাজা ভূখণ্ডের বাসিন্দাদের বলা হয়েছে যে গাজা সিটিতে লাল সতর্কতা জারি হয়েছে। এখান থেকে সরে যেতে হবে প্রায় ১০ লক্ষ বাসিন্দাকে।
গাজা ভূখণ্ডের বাসিন্দারা কার্যত গত প্রায় দেড় বছরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে গিয়েছেন। গাজায় কোনও নিরাপদ আশ্রয়ই নেই। এমনকি হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে ইজরায়েলের সেনা। আকাশ থেকে বোমা ফেলা হয়েছে শরণার্থী শিবিরে, ত্রিপল টাঙিয়ে শিশুদের জন্য করে দেওয়া আশ্রয়ের ওপর।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন