ভ্রমণ — মুক্তধারা, বর্ষ ৩
তেনজিং-হিলারি এভারেস্ট ম্যারাথন
কল্যান দাস
নামচে-বাজার থেকে টেঙ্বোচের রাস্তায় দেখি এক যুবক পিছন থেকে দৌড়ে আমাদের পার হয়ে গেল, গায়ে উইন্ড-চিটার, পরনে শর্টস, পায়ে জুতো, কোমর থেকে ঝুলছে জলের বোতল।
আবার নামচে-বাজার ফেরার পথে একই দৃশ্য, ফাঙ্কি-ঠেঙ্গা ব্রিজের কাছে সেই যুবক দৌড়ে উপরে উঠছে। এ কোন খেয়াল, আমাদের যখন হেঁটে উঠতে প্রাণান্ত তখন এ কেন এভাবে দৌড়ে উঠছে?
ঘন্টাখানেক পরে সেই যুবক আবার ‘হাই’ সম্বোধন করে উপর থেকে চকিতে দৌড়ে নামচে-বাজারের দিকে নেমে গেল। বোল্ডারগুলির উপর লাফ দিয়ে এক পা’ছুঁইয়ে পরবর্তী বোল্ডারে অন্য পা’ রাখছে।
খানিক পরে দেখি এক শ্বেতাঙ্গিনী তরুণী ট্রাক-স্যুট পড়ে একই ভাবে দৌড়ে ফাঙ্কি-ঠেঙ্গার দিকে চলেছে।
বিকেলে নামচি বাজারে নেমে জানতে পারলাম মাউন্ট এভারেস্ট ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রস্তুতি চলছে। প্রতি বছর ২৯-শে মে এই ম্যারাথন গত ১৫ বছর যাবৎ হয়ে আসছে, এটা ‘আন্তর্জাতিক হাই-অল্টিচ্যুড এ্যডভেনচার স্পোর্টস’, ২৯-মে ১৯৫৩-তে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগের এভারেস্ট বিজয়ের স্মরণে এটা সংগঠিত হয়। এ’বছরে তিন ধরণের ম্যারথন হবে – (১) এক্সট্রিম আল্ট্রা ম্যারাথন – ৬০ কিমি (২) ফুল ম্যারাথন – ৪২ কিমি (৩) হাফ ম্যারথন – ২১ কিমি ।
এক্সট্রিম আল্ট্রা ম্যারাথন – ৬০ কিমি
পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার আল্ট্রা-রানিং ইভেন্ট।
এভারেস্ট বেস ক্যাম্প, ৫৩৫৬ মি, খুম্বু আইস-ফল থেকে শুরু।
একে অতিক্রম করতে হবে পাঁচটা হিমালয়ান-পাস।
পৃথিবীর অন্যতম দুর্গম পার্বত্য ম্যারাথন পথ।
স্বাভাবিক বেস-ক্যাম্প রুট থেকে ভিন্নতর রুট।
অংশগ্রহণকারীরা এভারেস্ট বেস ক্যাম্পে দু’দিন থাকার বিরল সুযোগ পায়, যা কেবলমাত্র শীর্ষ আরোহণকারীরাই পায়।
এ্যাথলিটদের সর্বোচ্চ সহন ক্ষমতার অধিকারী হতে হবে।
ফুল ম্যারাথনের মতো এটাও বেস-ক্যাম্প থেকে শুরু হয়ে নামচে-বাজারে শেষ হয়, তবে এর রুট পেঙ্বোচে থেকে ভিন্নতর।
Base Camp (0) > Gorakh shep (4.6km) > Loboche (9.6km) > Thukla (12.3km) > Dingboche (17.3 km) > Tsuro (19km) > Orsho (21 km) > Shomare (22 km) > Pangboche Gumpha (23.6 km) > Phortse (29.3km) > Thulamg (31km) > Thore (35km) > Thare (36km)> Nha La(39.3km) > Fangla (Machermo-Gokyo) (41.3km) > Luza-Machermo ( 43km) > Phortse Tenga ( 45.9km) > Phortse-Lafarma (47km ) > Mongla(50.4km) > Kyangjuma (55.4km) > Namche (60km)
পাঁচটা পাস অতিক্রম করতে হবে –
01. Lobuje Pass 5,110m
02. Dughla/ Thokla Pass 4,620m
03. Pheriche Pass 4,270m
04. Nhala Pass 4,400m
05. Mongla Pass 3,900m
ফুল-ম্যারাথন – ৪২ কিমি
এভারেস্ট বেস ক্যাম্প, ৫৩৫৬ মি, খুম্বু-আইসফল থেকে শুরু ।
এটা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার ম্যারাথন।
স্থানীয় এবং আন্তর্জাতিক উৎসাহীদের অংশগ্রহণ।
এই ম্যারাথন তেনজিং-হিলারীর ঐতিহাসিক অভিযান পথ অনুসরণ করে ।
অংশগ্রহণকারীরা এভারেস্ট বেস ক্যাম্পে দু’দিন থাকার বিরল সুযোগ পায়, যা কেবলমাত্র শীর্ষ আরোহণকারীরাই পায়।
এভারেস্ট বেস ক্যাম্প থেকে শুরু হয়ে ৪২ কিমি পথ অতিক্রম করে নামচে-বাজারে শেষ হয়। প্রতি বছর শতশত অংশগ্রহণকরী এতে যোগ দেয়। দৌড়ের আগের দিন অংশগ্রহণকারীরা বেস-ক্যাম্পে পৌঁছে যায়।
এই ম্যারাথনের সমস্ত পথটাই ট্রেকিং পথের অবরোহণ, তাই সতর্কতার সাথে দৌঁড়তে হয়। অংশগ্রহণকারীরা নেমে আসে গোরখশেপ হয়ে ডিঙ্বোচে পর্যন্ত, এখানে বিবের ( Biber)-এ একটা লুপ তৈরী করে, এবং কয়্যানজুমা (Kyanjuma) হয়ে নামচে পর্যন্ত নেমে আসে।
দৌড় শুরু করার আগে অংশগ্রহণকারীদের কালাপাত্থর, ৫৬৪৩ মি উঁচু এভারেস্ট-নুপৎসে-লোৎসে ভিয়্যু পয়েন্ট আরোহণ করতে হয়।
হাফ-ম্যারাথন – ২১ কিমি
অংশগ্রহণ অবাধ – শিক্ষার্থী থেকে প্রবীণ।
মজার, দ্রুত এবং এভারেস্ট ভূপ্রকৃতির অভিজ্ঞতা নেবার সর্ব শ্রেষ্ঠ উপায় ।
অপূর্ব দৃশ্যের ঢাল-পথ।
ডিঙ্বোচে থেকে নামচে বাজার পর্যন্ত ২১ কিমি ট্রেক পথ, প্রায় সবটাই নিম্নমুখী নতির পথ ।
Comments :0