JOURNEY — KAKYAN DAS— Tenzing Hillary Everest Marathon — MUKTADHARA — 5 JULY 2025, 3rd YEAR

ভ্রমণ — কল্যান দাস — তেনজিং-হিলারি এভারেস্ট ম্যারাথন — মুক্তধারা — ৫ জুলাই ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

JOURNEY  KAKYAN DAS Tenzing Hillary Everest Marathon  MUKTADHARA  5 JULY 2025 3rd YEAR

ভ্রমণ মুক্তধারা, বর্ষ ৩

 

তেনজিং-হিলারি এভারেস্ট ম্যারাথন 
কল্যান দাস
 

নামচে-বাজার থেকে টেঙ্‌বোচের রাস্তায় দেখি এক যুবক পিছন থেকে দৌড়ে আমাদের পার হয়ে গেল, গায়ে উইন্ড-চিটার, পরনে শর্টস, পায়ে জুতো, কোমর থেকে ঝুলছে জলের বোতল।
 আবার নামচে-বাজার ফেরার পথে একই দৃশ্য, ফাঙ্কি-ঠেঙ্গা ব্রিজের কাছে সেই যুবক দৌড়ে উপরে উঠছে। এ কোন খেয়াল, আমাদের যখন হেঁটে উঠতে প্রাণান্ত তখন এ কেন এভাবে দৌড়ে উঠছে?
ঘন্টাখানেক পরে সেই যুবক আবার ‘হাই’ সম্বোধন করে উপর থেকে চকিতে দৌড়ে নামচে-বাজারের দিকে নেমে গেল। বোল্ডারগুলির উপর লাফ দিয়ে এক পা’ছুঁইয়ে পরবর্তী বোল্ডারে অন্য পা’ রাখছে। 
খানিক পরে দেখি এক শ্বেতাঙ্গিনী তরুণী ট্রাক-স্যুট পড়ে একই ভাবে দৌড়ে ফাঙ্কি-ঠেঙ্গার দিকে চলেছে। 
বিকেলে নামচি বাজারে নেমে জানতে পারলাম মাউন্ট এভারেস্ট ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রস্তুতি চলছে। প্রতি বছর ২৯-শে মে এই ম্যারাথন গত ১৫ বছর যাবৎ হয়ে আসছে, এটা ‘আন্তর্জাতিক হাই-অল্টিচ্যুড এ্যডভেনচার স্পোর্টস’, ২৯-মে ১৯৫৩-তে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগের এভারেস্ট বিজয়ের স্মরণে এটা সংগঠিত হয়।  এ’বছরে তিন ধরণের ম্যারথন হবে – (১) এক্সট্রিম আল্ট্রা ম্যারাথন – ৬০ কিমি (২) ফুল ম্যারাথন – ৪২ কিমি (৩) হাফ ম্যারথন – ২১ কিমি । 
এক্সট্রিম আল্ট্রা ম্যারাথন – ৬০ কিমি

পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার আল্ট্রা-রানিং ইভেন্ট। 
এভারেস্ট বেস ক্যাম্প, ৫৩৫৬ মি, খুম্বু আইস-ফল থেকে শুরু। 
একে অতিক্রম করতে হবে পাঁচটা হিমালয়ান-পাস। 
পৃথিবীর অন্যতম দুর্গম পার্বত্য ম্যারাথন পথ। 
স্বাভাবিক বেস-ক্যাম্প রুট থেকে ভিন্নতর রুট। 
অংশগ্রহণকারীরা এভারেস্ট বেস ক্যাম্পে দু’দিন থাকার বিরল সুযোগ পায়, যা কেবলমাত্র শীর্ষ আরোহণকারীরাই পায়। 
এ্যাথলিটদের সর্বোচ্চ সহন ক্ষমতার অধিকারী হতে হবে। 
ফুল ম্যারাথনের মতো এটাও বেস-ক্যাম্প থেকে শুরু হয়ে নামচে-বাজারে শেষ হয়, তবে এর রুট পেঙ্‌বোচে থেকে  ভিন্নতর। 
Base Camp (0) > Gorakh shep (4.6km) > Loboche (9.6km) > Thukla (12.3km)  > Dingboche (17.3 km) > Tsuro (19km)  > Orsho (21 km) > Shomare (22 km) > Pangboche Gumpha (23.6 km) > Phortse (29.3km) >  Thulamg (31km) > Thore (35km) > Thare (36km)> Nha La(39.3km) > Fangla (Machermo-Gokyo) (41.3km) >  Luza-Machermo ( 43km) > Phortse Tenga ( 45.9km) > Phortse-Lafarma (47km ) > Mongla(50.4km) > Kyangjuma (55.4km) > Namche (60km) 
পাঁচটা পাস অতিক্রম করতে হবে  – 
01.   Lobuje Pass                     5,110m
02.   Dughla/ Thokla Pass                   4,620m   
03.   Pheriche Pass                   4,270m
04.   Nhala Pass                        4,400m
05.   Mongla Pass                            3,900m
ফুল-ম্যারাথন – ৪২ কিমি

এভারেস্ট বেস ক্যাম্প, ৫৩৫৬ মি, খুম্বু-আইসফল  থেকে শুরু । 
এটা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার ম্যারাথন। 
স্থানীয় এবং আন্তর্জাতিক উৎসাহীদের অংশগ্রহণ। 
এই ম্যারাথন তেনজিং-হিলারীর ঐতিহাসিক অভিযান পথ অনুসরণ করে । 
অংশগ্রহণকারীরা এভারেস্ট বেস ক্যাম্পে দু’দিন থাকার বিরল সুযোগ পায়, যা কেবলমাত্র শীর্ষ আরোহণকারীরাই পায়।

এভারেস্ট বেস ক্যাম্প থেকে শুরু হয়ে ৪২ কিমি পথ অতিক্রম করে নামচে-বাজারে শেষ হয়। প্রতি বছর শতশত অংশগ্রহণকরী এতে যোগ দেয়। দৌড়ের আগের দিন অংশগ্রহণকারীরা বেস-ক্যাম্পে পৌঁছে যায়। 
এই ম্যারাথনের সমস্ত পথটাই ট্রেকিং পথের অবরোহণ, তাই সতর্কতার সাথে দৌঁড়তে হয়। অংশগ্রহণকারীরা নেমে আসে গোরখশেপ হয়ে ডিঙ্‌বোচে পর্যন্ত, এখানে বিবের ( Biber)-এ  একটা লুপ তৈরী করে, এবং কয়্যানজুমা (Kyanjuma) হয়ে নামচে পর্যন্ত নেমে আসে। 
দৌড় শুরু করার আগে অংশগ্রহণকারীদের কালাপাত্থর, ৫৬৪৩ মি উঁচু এভারেস্ট-নুপৎসে-লোৎসে  ভিয়্যু পয়েন্ট আরোহণ করতে হয়।

হাফ-ম্যারাথন – ২১ কিমি
অংশগ্রহণ অবাধ – শিক্ষার্থী থেকে প্রবীণ।
মজার, দ্রুত এবং এভারেস্ট ভূপ্রকৃতির অভিজ্ঞতা নেবার সর্ব শ্রেষ্ঠ উপায় । 
অপূর্ব দৃশ্যের ঢাল-পথ। 
ডিঙ্‌বোচে থেকে নামচে বাজার পর্যন্ত ২১ কিমি ট্রেক পথ, প্রায় সবটাই নিম্নমুখী নতির পথ ।

Comments :0

Login to leave a comment