আগামী রবিবার ইউ এস ওপেনের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বের দুই সেরা টেনিস তারকা জান্নিক সিনার ও কার্লোস আলকারেজ। গত জুলাইয়েই এই দুই তারকা নেমেছিলেন উইম্বলডনের ফাইনালে। আলকারেজকে হারিয়ে সেদিন চ্যাম্পিয়নের শিরোপা জিতেছিল সিনার। শুক্রবার প্রতিপক্ষ ফেলিক্সকে ৬-১, ৩-৬, ৬-৩ , ও ৬-৪ ব্যবধানে হারালেন সিনার। অন্য ম্যাচে ২৪বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা নোভাক জোকোভিচকে হারিয়েছেন বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস টতারকা কার্লোস আলকারেজ। ৬-৪ , ৭-৬ এবং ৬-২ ব্যবধানে জকারকে হারিয়েছেন আলকারেজ। রবিবার ভারতীয় সময় ১১:৩০টায় আর্থার আশে স্টেডিয়ামে নামবেন এই দুই তারকা । ফেডেরার - নাদালের পর এই দুই তারকার প্রতিদ্বন্দ্বিতাই নজর কেড়েছে টেনিসপ্রেমীদের মনে। মোট ১৪বারের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে অবশ্যই রয়েছেন স্প্যানিশ আলকারেজ । তিনি জিতেছেন ৯বার এবং সিনার জিতেছেন ৫বার। তবে গত উইম্বলডন ও সিনসিনাটি ওপেনের ফাইনালে পর পর দুইবার জয় পেয়েছেন সিনার। গত বছরের ইন্ডিয়ান ওয়েলস ওপেন , ফ্রেঞ্চ ওপেন , চায়না ওপেন , এই বছরের ইতালিয়ান ওপেন , ফ্রেঞ্চ ওপেন ও সিনসিনাটি ওপেনের ফাইনালে পর পর পাঁচবার সিনারের বিরুদ্ধে জয় পেয়েছেন আলকারেজ। তাই এই রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন সিনারও।
US OPEN TENNIS
ইউ এস ওপেনের ফাইনালে উইম্বলডনের পুনরাবৃত্তি

×
মন্তব্যসমূহ :0