Indian Premier League

ধোনির ব্যাটে জয় চেন্নাইয়ের

খেলা

KKR vs CSK ছবি সৌজন্য - আইপিএল অফিসিয়াল ফেসবুক পেজ

ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ২ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ১৭৯ রান করে কেকেআর। ইধিনায়ক রাহানে করেন ৪৮রান মনীশ পান্ড্যে ও রাসেল করেন ৩৬ এবং ৩৮রান । ৪টি উইকেট নেন নূর আহমেদ । পরবর্তীতে ব্যাট করতে নেমে ২বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। ব্রেভিস করেন ৫২ এবং ডুবে করেন ৪৫রান। শেষ ওভারে ধোনির ছক্কাতেই ম্যাচ মোর ঘুরে যায়। কেকেআরের হয়ে বরুন দুটি , হর্ষিত রানা দুটি এবং মইন আলী ১টি উইকেট নেন।

Comments :0

Login to leave a comment