Murshidabad Left Front

মুর্শিদাবাদে উত্তেজনা প্রবণ এলাকায় সেনা নামানোর দাবি জেলা বামফ্রন্টের, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ

জেলা

সুতি-২ ব্লক এবং সামশেরগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সেনা নামিয়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানালো মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট। 
শনিবার জেলা বামফ্রন্টের আহ্বায়ক ও সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা প্রেস বিবৃতি প্রকাশ করে এই দাবি জানিয়েছেন।
জেলা বামফ্রন্টের আহবান, দলমত, সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলার কাজে এগিয়ে আসতে হবে। 
জেলা প্রশাসনের কাছে বামফ্রন্টের দাবি, জেলা এবং প্রতিটি ব্লক স্তরে দ্রুত সর্বদলীয় সভা ডাকতে হবে। সাম্প্রদায়িক উত্তেজনার জেরে মৃত ৩ জনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছে জেলা বামফ্রন্ট। জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মৃতদের পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। 
উল্লেখ্য, সারা দেশে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বামপন্থীরা ধারাবাহিক আন্দোলনে শামিল রয়েছেন। সংসদের ভেতরে এবং বাইরে চলেছে সেই প্রতিবাদ। সেই সঙ্গে জনতার ঐক্যকে দৃঢ় করার বার্তাও দেওয়া হয়েছে সর্বত্র।
মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের বিবৃতিতে প্রশাসনের ভূমিকার সমালোচনা করা হয়েছে। সময়মতো হস্তক্ষেপ না করার অভিযোগ তুলে ঘটনার সবিস্তার বিবরণও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন করলে এই ধরণের ঘটনা হয়ত ঘটত না। 

Comments :0

Login to leave a comment