রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অশান্তি নিয়ে বিবৃতি দিল রাজ্য বামফ্রন্ট।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বামফ্রন্টের পক্ষ থেকে বিবৃতিতে বলেছে, গত কয়েকদিন ধরে আমাদের রাজ্যে সাম্প্রদায়িক অপশক্তি উত্তেজনার পরিবেশ তৈরী করতে মরিয়া চেষ্টা করছে। অন্যদিকে সমস্যা তৈরী হয়েছে প্রশাসন হাত গুটিয়ে বসে থেকে লুটেরাদের লুটপাট করতে সাহায্য করেছে।
সম্প্রতি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়েছে। তিনজনের মৃত্যু হয়েছে। বামফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, মুর্শিদাবাদে রামনবমী ও হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের শাসকদল সংঘাতের বাতাবরণ তৈরী করার প্রয়াস চালিয়ে জেলায় অস্থিরতা তৈরী করেছিল। সংবিধানসম্মত ওয়াকফ আইনের সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ ও সংঘর্ষকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে তিনজনের প্রাণহানিও ঘটেছে। কোথাও কোথাও কিছু সম্পত্তিও নষ্ট করা হয়েছে। কিন্তু একথা সত্য যে মুর্শিদাবাদ জেলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক হানাহানি চান না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বামফ্রন্ট মনে করে কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ আইন সংশোধনী সংবিধানসম্মত নয়। এই আইন আনা হয়েছে সংখ্যালঘুদের অধিকার হরণে, জনগণের মধ্যে বিভাজন তৈরীর লক্ষ্য নিয়ে। এই আইন বাতিলের দাবি সঠিক। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পথে এই আইনের প্রতিবাদ করা উচিত। কোনরকম হিংসার পথ সাম্প্রদায়িক ঐক্য নষ্ট করবে এবং কেন্দ্রের শাসক দলকেই শক্তি যোগাবে।
বলা হয়েছে, আমাদের রাজ্যের জনগনের মধ্যে শিক্ষকদের চাকরিচ্যুত হওয়া নিয়ে বিক্ষোভ ও অসন্তোষ যখন তুঙ্গে, তখন সম্প্রীতি নষ্টের চেষ্টায় আশংঙ্কা করার কারণ আছে যে এর পিছনে রাজ্যের শাসক দলের মদত রয়েছে। ঘটনার সময় প্রশাসনের শিথিলতা তারই প্রমাণ।
বামফ্রন্ট জনগনের সব অংশের কাছে সম্প্রীতি ও ঐক্যের পরিবেশ বজায় রাখার আবেদন জানাচ্ছে। আবেদন করছে কোন ধরণের গুজবে কান না দিতে। একই সঙ্গে রাজনৈতিক দলের মুখপাত্রদের উসকানিমূলক বক্তব্য পরিহার করারও আবেদন করছে।
বিমান বসু বলেছেন, বামফ্রন্ট প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে, সব এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য, সহযোগিতা ও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সম্প্রীতি নষ্টের যে কোন চেষ্টাকে কঠোরভাবে মোকাবিলা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
Comments :0