ইরানি ট্রফির দ্বিতীয় দিনেও দাপট অব্যাহত অবশিষ্ট ভারতের। প্রথম ইনিংসে তাঁরা ৪৮৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে মধ্য প্রদেশ ব্যাট করতে নেমে ৩ উইকেটের বিনিময়ে তুলেছে ১১২ রান। ক্রিজে অপরাজিত রয়েছেন যশ দুবে ৫৩ রানে। হর্ষ গাওলি ৪৭ রানে। মধ্য প্রদেশ পিছিয়ে এখনও ৩৭২ রানে।
প্রথম দিনের শেষে অবশিষ্ট ভারত যে জায়গায় ছিল, তাঁদের রানটা আরামসে ৫০০ পেরিয়ে যেতে পারত।
কিন্তু ১০৩ রান যোগ করতে সাত উইকেট হারায় মায়াঙ্ক আগরওয়ালের দল। বাকি সাত জনের মধ্যে যশ ধূল ছাড়া আর কেউ রান পাননি। ৭১ বলে ৫৫ রানের একটি ইনিংস খেলেছেন তিনি। বাবা ইন্দ্রজিৎ (১৯) ও উপেন্দ্র যাদব (১৪)। আর কেউ বলার মতো অবদান রাখতে পারেননি। আবেস খান চার উইকেট পেয়েছেন। অনুভব আগরওয়ালের ঝুলিতে ২ উইকেট। কুমার কার্তিকেয় পেয়েছেন দু’টি উইকেট।
মধ্য প্রদেশ ব্যাট করতে নেমে ১৫ রানে তিন উইকেট হারায়। টপ অর্ডারের কেউই রান পাননি। চতুর্থ উইকেটের জুটিতে ৯৭ রান তুলে পরিস্থিতি সামাল দেন দুবে-হর্ষ। বাংলার মুকেশ কুমার দখলে একটি ও নভদীপ সাইনির ঝুলিতে দু’টি উইকেট।
Comments :0