Parliament security breach

লোকসভা কান্ডে গ্রেপ্তার ষষ্ঠ অভিযুক্ত

জাতীয়

সংসদের নিরাপত্তা লঙ্ঘনমামলায় ষষ্ঠ অভিযুক্ত মহেশ কুমাওয়াতকে শনিবার গ্রেপ্তা করেছে দিল্লি পুলিশ। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়।
রাজস্থানের নাগৌর জেলার বাসিন্দা মহেশও গত ১৩ ডিসেম্বর দিল্লি এসেছিলেন, যেদিন দর্শনার্থী গ্যালারি থেকে দু'জন লোক লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়ে।
রাজস্থানে মহেশের আস্তানায় এই ঘটনার পর মূল ষড়যন্ত্রকারী ললিত ঝা দিল্লি থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তের মোবাইল ফোন নষ্ট করতে ললিতের সঙ্গে যোগ দিয়েছিলেন মহেশ।
মহেশ নীলম দেবীর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন, যিনি সংসদের বাইরে প্রতিবাদ করার জন্য গ্রেপ্তার হয়েছিলেন, যখন তাদের দলের সদস্যরা লোকসভায় প্রবেশ করেছিলেন।
ললিত ও মহেশ দু'জনেই বৃহস্পতিবার নয়া দিল্লি এলাকার পুলিশ স্টেশনে একসাথে আত্মসমর্পণ করেছিলেন। শুক্রবার ললিতকে গ্রেপ্তার করা হয়। মহেশের খুড়তুতো ভাই কৈলাশকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তবে পুলিশ এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি।

Comments :0

Login to leave a comment