STORY — SOURISH MISHRA — JOYNAGARER MOAYA — NATUNPATA — 27 DECEMBER 2025, 3rd YEAR

গল্প — সৌরীশ মিশ্র — জয়নগরের মোয়া — নতুনপাতা — ২৭ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

STORY  SOURISH MISHRA  JOYNAGARER MOAYA  NATUNPATA  27 DECEMBER 2025 3rd YEAR

গল্প  


নতুনপাতা

  -------------------------- 
   জয়নগরের মোয়া
  -------------------------- 

সৌরীশ মিশ্র


 


"মা, ভাই-এর জ্বরটা কমেছে?" পা থেকে জুতো খুলতে খুলতে বলল সুদীপ্তা।
"এখন আর জ্বরটা নেই রে।" মেয়ের প্রশ্নের উত্তরে বলেন পূর্বা দেবী।
"যাই, ওর সাথে দেখা করে আসি আগে, তারপর জামাকাপড় ছাড়ব।" কথাকটা বলতে বলতেই শোওয়ার ঘরের দিকে পা বাড়াল সুদীপ্তা।

স্কুল থেকে বাড়ি ফিরল এখন সুদীপ্তা। গতকাল রাত থেকে হঠাৎই জ্বর এসছে ওর ভাই দীপের। মায়ের কাছে ভাই-এর জ্বরটা ছেড়েছে শুনে নিশ্চিন্ত লাগছে এখন সুদীপ্তার। সে শোওয়ার ঘরে এসে ঢুকল। আর ঢুকতেই দেখল, তার ভাই বিছানায় শুয়ে একটা গল্পের বই পড়ছে। "কেমন আছিস রে ভাই? জ্বরটা তো নেই শুনলাম মায়ের কাছে।" পিঠের স্কুল-ব্যাগটা একটা চেয়ারে রেখে খাটের দিকে আসতে আসতে বলে সে।
"ভালো আছি রে দিদি।" হাতের বইটা বিছানার এক পাশে রেখে উঠে বসতে বসতে বলে দীপ।
ততক্ষণে ভাই-এর পাশটায় এসে দাঁড়িয়ে ভাই-এর কপালে হাত দিয়েছে সুদীপ্তা। "না:, ঠান্ডা।" স্বগতোক্তি করে সে। তারপর, দীপের দিকে তাকিয়ে সে একটু মিষ্টি হেসে বলে, "তোর জন্যে একটা জিনিস এনেছি। ব্যাগে আছে। দাঁড়া বের করি।" বলেই চেয়ারে রাখা স্কুল-ব্যাগটা তুলে, রাখে সে বিছানার উপর। তারপর চেন খুলে সেটা থেকে বের করে ওর টিফিন বক্সটা। এইবার, সেইটার ঢাকনা খোলে। আর খুলতেই দীপ দেখতে পায় যেটা ঐ টিফিন বক্সের মধ্যে, সেইটা দেখে সে তার উচ্ছ্বাস কোনোমতেই চেপে রাখতে পারে না, বলে ওঠে, "মোয়া! জয়নগরের মোয়া!"
"হ্যাঁ রে। এই মোয়া তো তোর ফেভারিট।" বলতে বলতেই টিফিন বক্সটা ভাই-এর দিকে এগিয়ে দেয় সুদীপ্তা। দীপ তুলে নেয় মোয়াটা। 
"খা এবার। আস্তে আস্তে।" বলে সুদীপ্তা।
এই শীতে এই প্রথমবার মোয়া খাবে দীপ। তাই খাওয়ার আগে একটু ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে থাকে সেটাকে সে। মোয়াটা বেশ বড়। তাতে আবার কাজুবাদাম, কিশমিশও আছে। "কোথায় পেলি দিদি?" মোয়াটায় আর কি কি দেওয়া আছে দেখতে দেখতে সুদীপ্তাকে শুধোয় দীপ।
"তুই আমার বন্ধু রিক্তাকে তো চিনিস। ওদের বাড়িতে কে যেন এসেছিল কালকে, জয়নগরে থাকে, সেই নাকি এনেছিল। আজ রিক্তা আমার মতো ওর যারা কয়েকজন ক্লোজ়-ফ্রেন্ড আছে, তাদের জন্য এনেছিল কয়েকটা মোয়া। কি হোলো তুই খাচ্ছিস না! খা।" বলে সুদীপ্তা ভাইকে।
"হ্যাঁ, খাই।" বলে মোয়াটা ভাঙতে গিয়েও কেন জানি থেমে গেল দীপ। কয়েকক্ষণ ভাবল কি যেন। তারপর সুদীপ্তার মুখের দিকে তাকিয়ে বলল, "দিদি, তুই খেয়েছিস?"
ভাই যে এই প্রশ্নটা করতে পারে সেটা মাথাতেই আসেনি সুদীপ্তার। তাই, প্রশ্নটার উত্তর সরাসরি না দিয়ে অপ্রস্তুত সুদীপ্তা শুধু বলে, "তুই খা না।"
দীপের আর বুঝতে অসুবিধা হয় না, সে ঠিকই ধরেছে। তার দিদি নিজে না খেয়ে তার জন্যে নিয়ে এসছে মোয়াটা। সে সাথে সাথে দু'হাতে শক্ত করে তার দিদির কোমড়টা জড়িয়ে ধরে। সুদীপ্তাও বুঝতে পারে, আর লুকিয়ে লাভ নেই। তার ভাই বুঝে ফেলেছে সবটাই। সে দু'হাতে দীপের মুখটা তুলে চুমু খায় তার ভাই-এর কপালে সস্নেহে।


-------------------------- 

Comments :0

Login to leave a comment