May Day Bengal

শ্রেণি ঐক্য সংহত করে ধর্মঘট সফল করার আহ্বান

রাজ্য

আরামবাগে মিছিল।

রাজ্যের সব প্রান্তে হয়েছে মে দিবসের মিছিল। কলকাতায় শ্রমিক সংগঠনগুলির ডাকে হয়েছে শহীদ মিনারে সমাবেশ। 
সিপিআই(এম) ডানকুনি এরিয়া কমিটির উদ্যোগে কাশ্মীরের পেহেলগাঁও হত্যা ও সন্ত্রাস, সাম্প্রদায়িক ও বিভাজন রাজনীতি এবং ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে গোবরা স্টেশন থেকে পার ডানকুনি চৌমাথা পর্যন্ত মিছিল হয়।
মিছিল হয়েছে উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি, ধুপগুড়িতে। 
সন্ধ্যায় মালদহ শহরে বিরাট মিছিল হয় ‘১২ই জুলাই কমিটি’ ও সিআইটিইউ সহ অন্যান্য গণসংগঠনের উদ্যোগে। মিছিল শুরু হয় মালদহ টাউন হল মাঠ থেকে। শ্রমকোড বাতিলের দাবিতে সোচ্চার ছিল মিছিল। ২০শে মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফলের ডাক দেওয়া হয়।
ছিলেন জেলার গণতান্ত্রিক আন্দোলনের নেতা অম্বর মিত্র সহ নেতৃবৃন্দ। 
মিছিল হয় বিটি রোডে।
কলকাতা হাইকোর্টের আইনজীবীদের উদ্যোগে পালিত হয় মে দিবস।

Comments :0

Login to leave a comment