শাসন যখনই স্বৈরাচারী হয়েছে তার বিরুদ্ধে সংগ্রামের সামনের সারিতে থেকেছে বিহার। স্বাধীনতার লড়াইয়ের ঐতিহ্য রয়েছে বিহারের। সাম্প্রদায়িকতা এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আজকে লড়াই। সেই লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বিহারের জনতা।
রবিবার বিহারে সিপিআই(এম) প্রার্থীদের প্রচারে একাধিক জনসভায় এই মর্মে আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
বিহারে চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিআই(এম)। বামপন্থী দল সিপিআই এবং সিপিআই(এমএল) লিবারেশনের সঙ্গে সিপিআই(এম) বিহারের বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-র শরিক।
এদিন হায়াঘাট বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী শ্যাম ভারতীর সমর্থনে জনসভায় ভেঙে পড়ে জনতার ভিড়।
সেলিম বলেন, বিহারের নির্বাচন আমাদের সকলের কাছে প্রতিরোধ গড়ার বড় সুযোগ। কেন্দ্রের সরকারের আসীন সাম্প্রদায়িক শক্তি। বিজেপি নেতৃত্বাধীন সরকারকে নিয়ন্ত্রণ করছে আরএসএস। বিহারের সরকারে আসীন বিজেপি-জেডি(ইউ) সরকার। যখনই সরকার স্বৈরাচারী হয়োছে বিহারের মানুষ তাকে প্রতিহত করেছেন। আজকে আবার সেই সুযোগ।
সেলিম জনসভায় জোর দিয়েছেন জনতার গণতান্ত্রিক অধিকার, এমনকি ভোটাধিকার কেড়ে নিতে উদ্যত বিজেপি-আরএসএস’র প্রয়াস প্রসঙ্গে। তিনি বলেছেন, ইংরেজ শাসনেও অধিকারের রক্ষায় জীবন দিয়ে লড়াই হয়েছে। আজ আবার তেমনই লড়াই গড়ে তোলার সময়। জীবিকার দাবিতে, শিক্ষা-কাজের দাবিতে গড়ে ওঠা জনতার লড়াইকে ভাঙতে চাইছে বিভাজনের রাজনীতি। এই বিভাজনের রাজনীতিকে হারাতে হবে। বিহারের সরকার বদলাতে হবে।
সেলিম বলেন, গত ১৫ বছর ধরে হায়াঘাটে বিধায়ক বিজেপি জোট এনডিএ’র। মানুষের সঙ্গে কেবল ছলনা করেছেন সেই বিধায়ক। এই বিধায়ককে হারাতে হবে। শ্যাম ভারতীকে জয়ী করতে হবে।
সেলিম বলেন, বিহারকে বাঁচানোর লড়াই বিধানসভায়। বিহার বাঁচলে দেশ বাঁচবে। শিক্ষা, রোজগারের পক্ষের শক্তিকে জয়ী করতে হবে। সংবিধানকে মেনে চলে এমন সরকার কায়েম না হলে প্রকৃত জনকল্যাণ হবে না। কৃষকের ফসলের দাম, শ্রমিকের মজুরির দাবিকে গ্রাহ্য করে মান্য করে এবং তার পক্ষে লড়াই গড়ে তোলে বামপন্থীরা। ‘মহাগঠবন্ধন’-র ইশ্তেহারে প্রান্ত্রিক অংশ, খেটে খাওয়া অংশের জীবনের পক্ষে লক্ষ্য ঘোষণা করা হয়েছে। বিহারের যুবজনতা, বিহারের ভবিষ্যতের পক্ষে লক্ষ্য জানানো হয়েছে। সেই লড়াইকে জয়ী করতে হবে ভবিষ্যতের জন্য।
সোমবার বিভূতিপুর বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী অজয় কুমারের সমর্থনে প্রচার করবেন সেলিম।
Comments :0