Md Salim Bihar

বিহারে নির্বাচনী জনসভায় সেলিম: একতা, ভোটাধিকার রক্ষার আহ্বান

জাতীয়

বিভূতিপুর কেন্দ্রে সিপিআই(এম)’র নির্বাচনী জনসভায় মহম্মদ সেলিম।

দেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কঠিন সংগ্রাম হয়েছে বারবার। আরএসএস-বিজেপি কখনও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হয়নি। স্বাধীনতার সংগ্রামে অংশ নেয়নি আরএসএস। স্বাধীনতাকে রক্ষা করতে হলে দেশের ঐক্যকে রক্ষা করতে হবে, মানুষের মানুষে একতার সম্পর্ককে রক্ষা করতে হবে। ‘মহাগঠবন্ধন’ সেই নীতি নিয়ে লড়ছে।
বিহারের সমস্তিপুরের বিভূতিপুর কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী অজয় কুমারের সমর্থনে জনসভায় একথা বলেছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
সেলিম বলেন, ‘‘জনতার উন্নয়নের প্রশ্নে আরএসএস-বিজেপি’র কোনও নীতি নেই। এরা সর্বদা জাতের নামে, ধর্মের নামে, অঞ্চলের নামে বিভেদ করে এসেছে। খেট খাওয়া মানুষের সবচেয়ে বড় বিপদ হয় একতা না থাকলে। এই শক্তিকে পরাজিত করতে হবে বিহারে।’’ 
সেলিম বলেন, ‘‘আমরা সমতার জন্য লড়াই করছি। অর্থনৈতিক সমতা নেই। কর্পোরেট, বড় ব্যবসা বিপুল মুনাফা এককাট্টা করছে। সংবিধানে বাবাসাহেব আম্বেদকর রাজনৈতিক সমতার যে নীতি প্রণয়ন করেছিলেন তাকেও ছিনিয়ে নিতে চাইছে নরেন্দ্র মোদী এবং তাঁর দলবল। তার বিরুদ্ধে লড়াই করছে ‘ইন্ডিয়া’ মঞ্চ, মহাগঠবন্ধন।’’
সেলিম বলেন, ‘‘আমরা সিপিআই(এম), সিপিআই(এমএল) লিবারেশন, সিপিআই-আমরা বামপন্থীরা কেন কংগ্রেস, আরজেডি, ভিআইপি’র সঙ্গে একসঙ্গে ভোট লড়ছি? পুরনো গণসঙ্গীত ছিল, ‘ইয়ে ওয়াক্ত কী আওয়াজ হ্যায় মিলকে চল’। আমরা বিভেদের রাজনীতির বিরুদ্ধে, কর্পোরেটের একতরফা দখলদারির বিরুদ্ধে একজোটে লড়াইয়ের লক্ষ্যে চলেছি। তার জন্য একসঙ্গে চলতে হবে। সেলিম বলেন,’’ গানের কথার সেই ‘জিন্দেগি কা রাজ’ প্রতিষ্ঠা করতে হবে। জীবনের অধিকার, রোজগারের অধিকারকে কেড়ে নিতে চাইছে বিজেপি-আরএসএস। তাকে রুখতে হবে।’’ 
সোমবারই দ্বারভাঙার হায়াঘাট কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী শ্যাম ভারতীর সমর্থনে প্রচার করেন পার্টির প্রবীণ নেত্রী বৃন্দা কারাত। তিনিও ভেদাভেদের রাজনীতি, একতরফা কর্পোরেট লুট, জমি-জল-জঙ্গল লুটের শক্তিকে হারানোর আহ্বান জানিয়েছেন।
সেলিম বলেছেন, ‘‘ইতিহাস দেখিয়েছে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছে বিহারের জনতা। আমরা বামপন্থীরা বরাবর এই শক্তির বিপক্ষে থেকেছি। তাই একসময়ে হিটলারের বিপক্ষে থেকেছি। আজ প্যালেস্তাইনের ওপর ইজরায়েল-আমেরিকার একতরফা আক্রমণের বিপক্ষে। ভারত বরাবর প্যালেস্তাইনের জনতার মুক্তির পক্ষে। পরাধীন ভারতেও স্বাধীনতা সংগ্রাম এই আকাঙ্ক্ষা জানিয়েছিল। আজ কেন্দ্রে আরএসএস-বিজেপি’র সরকার প্যালেস্তাইনের পাশে থাকতে অস্বীকার করছে।’’
সেলিম বলেন, ‘‘আজ ফ্যাসিবাদী শক্তিম সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সারা দেশে লড়াই চলছে। লড়াই চলছে শিক্ষা, স্বাস্থ্য, সেচ, কাজ, মজুরি পানীয় জলের অধিকারের জন্য। লড়াই মহিলাদের অধিকার, যুব-ছাত্র, সব অংশের মানুষের অধিকারের জন্য। আর সব অধিকারের ওপর আক্রমণ চালাচ্ছে বিজেপি-আরএসএস। ভোটাধিকারের ওপরও আক্রমণ চালাতে নেমেছে। মেহনতিকে একজোট হয়েই এই লড়াই করতে হবে।’’
সেলিম বলেন, ‘‘কমিউনিস্ট পার্টি সর্বদা মেহনতিকে একজোট করে হক আদায় জন্য লড়াই করেছে। নির্বাচনে লড়াই সে জন্যই। এই লড়াইয়ে পাশে থাকতে হবে।’’

Comments :0

Login to leave a comment