Md Salim on Saline-Death case

প্রসূতিমৃত্যু তৃণমূলের মদতে চালানো দুর্নীতিচক্রের কারণেই, সরব সেলিম

রাজ্য জেলা

স্যালাইনে প্রসূতিমৃত্যুর প্রতিবাদে বিক্ষোভরত ছাত্র-যুব-মহিলা কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পুলিশ। মেদিনীপুরে শনিবারের ছবি।

কালীঘাট বা ক্যামাক স্ট্রিট থেকে রাজ্যজুড়ে চালানো হচ্ছে দুর্নীতির সাম্রাজ্য। এই দুর্নীতির পরিণতিতেই জাল স্যালাইনে প্রসূতির প্রাণ গিয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। 
সোমবার খড়গপুরে সংবাদমাধ্যমের প্রশ্নে এই মর্মে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘‘দুর্নীতির সাম্রাজ্য চলছে বলেই হাসপাতালে ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন চলছে। আর এই দুর্নীতিচক্রকে টিকিয়ে রাখার জন্য হুমকি সংস্কৃতি বা ‘থ্রেট কালচার’ চালানো হচ্ছে।’’
তিনি মনে করিয়েছে যে বামপন্থীরা রাজ্যজুড়ে এই দুর্নীতি-দুষ্কৃতী চক্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।  
মেদিনীপুর মেডিক্যাল কলেজে জাল স্যালাইনে অসুস্থ হয়ে পড়েন একাধিক প্রসূতি। একজনের মৃত্যু হয় শুক্রবার। অসুস্থদের তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় কলকাতায় এসএসকেএম হাসপাতালে আনতে হয়েছে।  
এই প্রসঙ্গে আরজি করে চিকিৎসক মৃত্যুর প্রসঙ্গ টেনেছেন সেলিম। তিনি বলেছেন, ‘‘আরজি কর হাসপাতালে যখন চিকিৎসক ছাত্রীর মৃত্যু হলো আমরা বলেছিলাম দুর্নীতিচক্র এই অপরাধ করেছে। কোনও একজনের কাজ নয়। তৃণমূল এবং বিজেপি এই ঘটনা আড়াল করতে হাত মিলিয়েছে। রাজ্যের পুলিশ বা দিল্লির সিবিআই কেবল একজনকে দায়ী করেছে।’’
সেলিম বলেন, ‘‘ওষুধ নিয়ে, স্যালাইন নিয়ে বা সরঞ্জাম নিয়ে যখন কোনও হাসপাতালে দুর্নীতি দেখা যায় তা একটি জায়গায় সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে বড় ওষুধ সংস্থা যুক্ত থাকে। দেশের ভেতরের পাশাপাশি আন্তর্জাতিক চক্র যুক্ত থাকে।’’
সেলিম বলেন, ‘‘অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মাফিয়া রাজ চলছে। বিজেপি তার বিরুদ্ধে কিছু বলবে না। অভিষেক ব্যানার্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহের হাতে জমা পড়ে গেছে। গরু পাচার থেকে কয়লা পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি- কোনোটিতেই সিবিআই কিছু বলবে না। অভিষেককে চার্জশিট থেকে বাইরে রাখবে। বামপন্থীদেরই রাস্তায় নেমে লড়তে হচ্ছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনাতেও বামপন্থী ছাত্র-যুব-মহিলারাই প্রতিবাদ বিক্ষোভে রয়েছেন।’’ 
সেলিম বলেন, ‘‘হাসপাতালে দুর্নীতিচক্রের দাপটে জীবন বিপন্ন হচ্ছে রোগীদের। তারই নমুনা দেখা গিয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। স্বাস্থ্য বা শিক্ষা তো বটেই, রাজ্যে তৃণমূল সরকারের মেয়াদে কোনও ক্ষেত্র দুর্নীতির বাইরে নেই। আর দুর্নীতিগ্রস্তদের আড়াল করে চলেছে তৃণমূল সরকার। আর জি কর হাসপাতালের ক্ষেত্রেও এই ঘটনা দেখা গিয়েছে।’’
খড়গপুরে সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনে যোগ দিয়েছেন সেলিম। 
 

Comments :0

Login to leave a comment