Md Salim

দেউচায় মিথ্যা বলছে প্রশাসন, তালা বন্দী করা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম-কে, বললেন সেলিম

রাজ্য কলকাতা

দেউচা পাঁচামিতে মহিলাদের বিক্ষোভের জেরে ফের বন্ধ হয়েছে খনির কাজ। সরকারের বয়ানের সঙ্গে মিলছে না বলে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন নাগরিকদের একটি সংগঠনের সদস্যরা। ‌ তাদের হোটেলের ঘরে তালা বন্ধ করে আটকে রাখা হলো। করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ‌
বুধবার সাংবাদিক সম্মেলনে এই ঘটনা তীব্র প্রতিবাদ করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন ডেউচাপাচামিতে ইন্টারনেট বন্ধ করে রেখেছে রাষ্ট্রযন্ত্র ভয় দেখাচ্ছে ধিক্কার জানাচ্ছি।
তিনি বলেছেন, সম্পূর্ণ বেআইনি পদ্ধতিতে চোখের আড়ালে ডেউচা পাঁচামিতে কাজ চালাচ্ছে সরকার। আদিবাসী সংখ্যালঘু মহিলারা মঙ্গলবার কাজ বন্ধ করিয়ে দিয়েছেন। তাঁদের অভিবাদন। ঘটনা কি জানতে গিয়েছিলেন একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। ‌ তাদের শুধু তালা বন্ধ করেই রাখা হয়নি আক্রমণও করা হয়েছে। প্রচুর হইচই হওয়ায় তালা খুলে দিতে বাধ্য হয়।  এর পেছনে তৃণমূলই রয়েছে। ‌ মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয়। জেলাশাসকের দপ্তরে যাওয়া হয় অভিযোগ জানাতে। কিন্তু জেলাশাসক দপ্তরে ছিলেন না। মিথ্যাচার লুকাতে সম্পূর্ণ অগণতান্ত্রিক কায়দায় এগোচ্ছে তৃণমূল সরকার। 
তিনি বলেন ৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলনে দাবি করেছিলেন ওখানকার মানুষের সঙ্গে কথা বলে বোঝাপড়া করে কাজ হচ্ছে। চাকরি দেওয়া হচ্ছে জমিহারা পরিবার গুলির সদস্যদের। অথচ মাটিতে তীব্র বৃক্ষ রয়েছে। ওখানকার বাসিন্দারা বলতেন আমরা চাকরি চাই না আমরা পরিবেশ রক্ষা করতে চাই, আমরা উচ্ছেদ থাকতে চাই। 
সেদিন বলেন এই লড়াইয়ে আমরা বরাবরই পাশে থেকেছি আগামী দিনেও থাকব। তিনি বলেন ছাড়পত্রের নামে যা বলা হচ্ছে সেটা বেআইনি ভেজাল উচ্ছেদ চলছে, বাস্তুতন্ত্র রক্ষা করার লড়াই চলছে। আইন এড়িয়ে চলছে বলে লুকিয়ে কাজ করছে প্রশাসন।

Comments :0

Login to leave a comment