Mock Drill

দেশের বিভিন্ন এলাকায় চলছে ‘মক ড্রিল’

জাতীয়

সূচি অনুযায়ী দেশজুড়ে চলছে ‘মক ড্রিল’। অসামরিক প্রতিরক্ষা মহড়ার এই কার্যক্রমকে ‘অপারেশন অভ্যাস’। 
দেশের ২৪৪টি এলাকাকে ‘অসামরিক প্রতিরক্ষা জেলা’ চিহ্নিত করে যুদ্ধকালীন পরিস্থিতির মহড়া দেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। রাজ্য রাজ্যে চিহ্নিত এলাকায় তার প্রস্তুতিও চলছিল। 
এর মধ্যে, মঙ্গলবার গভীরর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হয়েছে। বুধবার পাকিস্তান সীমান্ত লাগোয়া একাধিক এলাকায় গোলাবর্ষণ তীব্র করেছে।
প্রাথমিকভাবে কেন্দ্রের পক্ষে জানানো হয়েছে যে ২৪৪টি অসামরিক প্রতিরক্ষা জেলায় সাইরেন বাজানো, দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়া বা উদ্ধারের মহড়া হয়েছে।
মঙ্গলবারই কেন্দ্র জানায় যে পারমাণবিক কেন্দ্র, জলাধার বা বাঁধ এবং সেনাছাউনি এলাকাগুলিতে এই মহড়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রাতে আলো নিভিয়ে ব্ল্যাক আউট পরিস্থিতির মহড়ার কথাও বলা হয়েছে। 
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে নির্দেশিকায় জানায় যে গভীর রাতে সন্ত্রাসবাদী ঘাঁটিতে হানার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বিবেচনায় রেখে মহড়া দেওয়া জরুরি। 
বিভিন্ন রাজ্যে স্কুল, পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী মহড়ায় অংশ নিয়েছে। 

Comments :0

Login to leave a comment