এবার ডিজিটাল বৈঠকে মতবিনিময় করবেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেল পাঁচটায় কলকাতা থেকে অনলাইনে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বৈঠকও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেকেছেন জি ২০ শীর্ষ বৈঠকের প্রস্তুতিতে।
এই সপ্তাহের প্রথম দিন, সোমবার, দিল্লিতে জি ২০ বৈঠকের প্রস্তুতিতে সর্বদলীয় সভা ডেকেছিলেন মোদী। সেই বৈঠকে যোগ দিতে দিল্লি যান তৃণমূল নেত্রী।
এর মধ্যেেই পশ্চিমবঙ্গে গ্রামোন্নয়ন খাতে এবং রেগার বকেয়া বাবদ অর্থ মেলার আশ্বাস মিলেছে দিল্লি থেকে।
বামপন্থীরা স্পষ্ট বলেছেন যে রাজ্যের প্রাপ্য মেটাতে হবে কেন্দ্রকে। বরাবরই সেই দাবি করেছেন বামপন্থীরা। সিপিআই(এম) রাজ্য সম্পাদক বকেয়া নিয়ে শ্বেতপত্র প্রকাশের আহ্বানও জানিয়েছেন রাজ্যের কাছে। সেই সঙ্গে কেন্দ্র কত দিয়েছে শ্বেতপত্র প্রকাশ করে দিল্লিকে তা জানানোর আহ্বানও করেন তিনি।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজ্যের প্রাপ্য অবশ্যই মেটাতে হবে কেন্দ্রকে। এ টাকা মানুষের। ফলে হিসেবও দিতে হবে।
জি-২০ গোষ্ঠীর শীর্ষ বৈঠকে সদস্য সব দেশ পালা করে আয়োজনের দায়িত্ব পায়। এবার পেয়েছিল ইন্দোনেশিয়া। সামনের বার হবে ভারতে। এর মধ্যে যে বিশেষ সাফল্য নেই স্পষ্ট করেছিলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
Comments :0