মোদী জামানার অর্থনীতির চমক, ব্যাপক ঢাকঢোল পেটানো প্রচার, রঙিন বিজ্ঞাপনের মোড়ক দিয়েও অন্তঃসারশূন্যতা ঢাকা পড়ছে না। সাধারণ মানুষের কাছে তা ধরাও পড়ে যাচ্ছে প্রতিদিনকার জীবনচিত্রে। এজন্য অর্থনীতির জটিল তত্ত্ব না বুঝলেও চলে। কারণ সাধারণ মানুষ বুঝতে পারছেন তাঁদের জীবনের অভিজ্ঞতা দিয়ে। অর্থনীতির যদি সত্যিই উন্নতি হয় তাহলে তার সুফল কোনও না কোনোভাবে মানুষের জীবন-জীবিকায় প্রতিফলিত হবেই। কর্মসংস্থান বাড়বে, জীবন মান কিছুটা হলেও উন্নত হবে।। অর্থনীতির উন্নয়ন হলে মানুষের আয় বাড়বে, ক্রয়ক্ষমতা বাড়বে, বাজারে পণ্য ও পরিষেবার চাহিদা বাড়বে। নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ হবে, স্বনিযুক্তিও বাড়ার কথা। কিন্তু জীবনের অভিজ্ঞতায় কোনটা মিলছে কি, স্বয়ং মোদীর মন কি বাত যাই হোক না কেন।
ক্ষমতায় আসার পর মোদী দেশের অর্থনীতির হাল ফেরাতে যে সব প্রকল্পের ঘোষণা করেছেন তার সবই ফ্লপ করেছে। কর্মসংস্থান থেকে শিল্প বিকাশ, সব কিছুতেই ব্যর্থ মোদী সরকার। আসলে বিজেপি’র সব অর্থনীতির ইঞ্জিন বিকল হয়ে গেছে। তা আর দেশের হাল ফেরাতে পারবে না। মোদী সরকার চলতি বছরে মহা সমারোহে পালন করেছে তাদের ‘মেক ইন ইন্ডিয়া’প্রকল্পের ১০ বছর পূর্তি উৎসব। ক্ষমতায় এসেই দেশের হাল ফেরাতে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মোদী। তা নিয়ে বিজ্ঞাপনের ছড়াছড়ি ছিল সারা দেশেই। বলা হয়েছিল মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে বিশ্বে ভারত এক নতুন শিল্পের দেশ হিসাবে গড়ে উঠবে। এর ফলে ভারতে বিদেশের বিনিয়োগও বাড়বে। কিন্তু কোথায় কি ? উলটে দশ বছরে শিল্পে বৃদ্ধির হার কমে গড়ে তা ৪ শতাংশে নেমে এসেছে। উৎপাদন শিল্পে এই বৃদ্ধি হার আরও কম। যার ফলে কর্মসংস্থানের হার দারুণভাবে হ্রাস পেয়েছে, কাজের বাজারে এখন হাহাকার চলছে। শিল্পে কর্মসংস্থান তো বাড়েইনি, উলটে গত কয়েক বছরে শুধু উৎপাদন শিল্পেই কাজ হারিয়েছেন ১০ লক্ষের বেশি শ্রমিক।
মোদী নিজেকে বিশ্বগুরু বলে সর্বত্র প্রচার চালালেও বিশ্বের শিল্পের বাজারে মোদীর মেক ইন ইন্ডিয়া কোনও দাগ কাটতে পারেনি, জানাচ্ছে সমস্ত সমীক্ষা এবং শিল্প মহল। স্বঘোষিত বিশ্বগুরু যাই বলুন না কেন, ভারতের শিল্পে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিশেষ সাড়া মেলেনি। বাস্তবে বিশ্ব শিল্প জগৎ মোদীর আর্থিক নীতির ওপর আস্থা জোগায়নি, বিদেশি বিনিয়োগকারীদের ভরসা তৈরিই হয়নি। ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখানো হয়েছে, প্রচারের উজ্জ্বল আলোয় মানুষকে মুগ্ধ করে মোহগ্রস্ত করা হয়েছে, কিন্তু বাস্তবে তার সুফল মানুষের চোখে ধরা পড়ছে না। সরকারি তথ্য পরিসংখ্যানের মরীচিকা তৈরির বিপুল আয়োজন সত্ত্বেও মানুষ এখন বুঝেতে উঠতে পারছেন আসলে কি হচ্ছে।
দেশে মোট কর্মসংস্থান উৎপাদন শিল্পের অংশ বাড়ার বদলে কমে গেছে। মোট জিডিপি’তেও উৎপাদন শিল্পের অংশ বাড়েনি। মোদীর সর্বাধিক প্রচারিত মেক ইন ইন্ডিয়া প্রকল্প পুরোপুরি ব্যর্থ। অর্থনীতির আকার আয়তন, জিডিপি বৃদ্ধির হার, শেয়ার সূচকের ঊর্ধ্বগতি ইত্যাদি আপাত কিছু মাপকাঠিতে অর্থনীতিকে এক লোভনীয় মোড়ক দেবার চেষ্টা হচ্ছে । কিন্তু আসল কথা এই অর্থনীতি কাদের জন্য? অর্থনীতির বিকাশ হলে সেটা কাদের সুফল দেবে? অর্থনীতির আকার আয়তন যতই বাড়ুক বা বৃদ্ধির হার যত উঁচুতেই দেখানো হোক তার সুবিধাগুলো যদি আমজনতার ঘরে না ঢোকে তাহলে সেই অর্থনীতি নিয়ে সাধারণের উল্লসিত হবার কোনও কারণ ঘটে না। মানুষ তাই উল্লাসে নেই, দেশের মানুষ যন্ত্রণায় বিদ্ধ।
Gimmick Modi
চমক কিন্তু অন্তঃসারশূন্য
×
Comments :0