সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনকে ধর্মীয় মেরুকরণের সমীকরণে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার হরিয়ানার হিসারে এক অনুষ্ঠানে মোদী বলেছেন, ‘‘কংগ্রেস কেবল মুসলিম তোষণ করেছে। মুসলিম মৌলবাদীদের মদত দিয়েছে। মুসলিম সমাজের বাকি অংশ অবেহেলিত থেকেছে। তার সবচেয়ে বড় প্রমাণ ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনে দেখা গিয়েছে।’’
সংসদের ভেতরে এবং বাইরে কংগ্রেস সহ বিরোধী দলগুলি ওয়াকফ আইনে সংশোধনীর বিরোধিতা করেছে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে। সংবিধানে ধর্ম পালন বা ধর্মী প্রতিষ্ঠান পরিচালনার স্বাধীনতাকে লঙ্ঘন করার অভিযোগেই মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টেও।
ঘটনা হলো, এদিন সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী অনুষ্ঠানেই ভাষণ দিয়েছেন মোদী।
ধর্মীয় সমীকরণ টেনে মোদী বলেছেন, ‘‘মুসলিমদের প্রতি কংগ্রেসের এত দরদ থাকলে দলের সভাপতি কোনও মুসলিমকে করা হোক। ৫০ শতাংশ প্রার্থী করা হোক মুসলিমদের থেকে।’’
সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘এখন আর ওয়াকফ বোর্ড আদিবাসীদের জমি দখল করতে পারবে না।’’
সংসদে বিজেপি সরকারের এমন বিভিন্ন যুক্তির বিপক্ষে পালটা তথ্য দিয়েছিলেন বিরোধীরা। কিন্তু সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে বিরোধীদের সংশোধনী অগ্রাহ্য করে পেশ হয় বিল। পরে ভোটাভুটিতে তা পাশও হয়।
সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা কেবল মসুলিমদের বিষয় নয়। সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিষয়টি এর মধ্যে জড়িত। সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে সব অংশের। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে সব অংশকে যুক্ত করে আন্দোলনে রয়েছে বামপন্থীরা।’’ মুর্শিদাবাদের মতো ঘটনায় আন্দোলনের নামে হিংসার কড়া বিরোধিতা করে তিনি বলেন যে বিজেপি’র সুবিধা করে দেওয়া হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং তৃণমূল একযোগে ধর্মীয় মেরুকরণে নেমেছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তিতে অবৈধ দখলদারির অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়ার কথা বলেনি কেন্দ্রের বিজেপি সরকার। বামপন্থীরা বলেছে, আসলে ধর্মীয় মেরুকরণে হাওয়া দিতে সংসদে পাশ হয়েছে এই আইন। এদিন মোদীর মন্তব্যে সেই অভিযোগ স্পষ্ট হয়েছে বলে মত একাংশের।
সংশোধিত আইনে ওয়াকফ পরিচালনার বোর্ডে অ-মুসলিমদের রাখার সংস্থান হয়েছে। রাজ্য সরকারের আধিকারিকদেরই সম্পত্তির ধরণ সম্পর্কে চূড়ান্ত নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে।
Modi Waqf
ওয়াকফ আইনের বিরোধিতায় কংগ্রেসকে আক্রমণ মোদীর

×
Comments :0