Mohun Bagan

বুকে বদলার আগুন নিয়ে শিল্ড পাওয়ার ম্যাচে নামছে মোহনবাগান

খেলা

শনিবার আইএসএলে গোয়ার বিরুদ্ধে ম্যাচে নামবে মোহনবাগান। শনিবারই আইএসএলে মোহনবাগানের শেষ ম্যাচ । তাই এইদিনই দেওয়া হবে শিল্ড। তবে চ্যাম্পিয়ন দলের সেইসব নিয়ে মাথাব্যথা নেই। তারা চাইছে বদলা। প্রথম লেগের ম্যাচে গোয়ার কাছে হেরেছিল মোহনবাগান। তাই এই ম্যাচে জয় চাইছেন মলিনা। ম্যাচে কার্ড সমস্যায় ম্যাকলারেন ও শুভাশিষ নেই । ম্যাচে গ্যালারিতে শুভাশিষের সঙ্গে বসে খেলা দেখবেন মোহনবাগানের অন্যান্য বয়সভিত্তিক বিভাগের খেলোয়াড়রাও। যুবভারতী সুন্দরভাবে সেজে উঠেছে শিল্ড জয়ের ম্যাচের জন্য। গোয়াকে হারিয়ে সুন্দরভাবে শেষ করতে চাইছেন মলিনা।

Comments :0

Login to leave a comment