সময়ের আগেই বর্ষা প্রবেশ করছে ভারতে। নির্ধারিত সময়ের 9 দিন আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করবে বর্ষা। মৌসম ভবন জানাচ্ছে ১৩ মে বর্ষা প্রবেশ করবে ভারতে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষা প্রবেশ করবে আন্দামান নিকোবরে।
ভারতের মূল ভূভাগে বর্ষা প্রবেশ করে দক্ষিণের রাজ্য কেরল দিয়ে। জুন মাসের প্রথম সপ্তাহে করলে প্রবেশ করবে বর্ষা। অনুমান করা হচ্ছে ১০জুন নাগাদ বাংলায় প্রবেশ করবে বর্ষা। কিন্তু এই সময় এগিয়েও আসতে পারে আবার পিছিয়েও যেতে পারে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত। কিন্তু এখনই স্বস্তির কিছু নেই। শুক্রবার থেকে ক্রমেই বাড়বে তাপমাত্রা। পাঁচ জেলায় থাকছে তাপপ্রবাহের সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহে সম্ভাবনা থাকছে। আজ ও কাল দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার থেকে বদলাবে আবহাওয়া। আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। এই পরিস্থিতি থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
Comments :0