Parliament security breach

সাংসদদের সাসপেনশন এবং লোকসভার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার কোনও যোগসূত্র নেই: স্পিকার

জাতীয়

লোকসভার স্পিকার ওম বিড়লা ১৩ ডিসেম্বর সংসদে নিরাপত্তা ত্রুটি নিয়ে শনিবার সমস্ত সাংসদকে চিঠি লিখেছেন। ওম বিড়ালা বলেন, এটা দুর্ভাগ্যজনক যে কিছু সংসদ সদস্য, কিছু সদস্যকে সাসপেন্ড করার সংসদের সিদ্ধান্তকে ১৩ ডিসেম্বরের সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার সাথে যুক্ত করছেন।
ওম বিড়লা বলেছেন, ‘‘সদস্যদের সাসপেনশন সম্পূর্ণভাবে হাউসের মর্যাদা বজায় রাখার জন্য’’।
বুধবারের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য কংগ্রেসের নয় জন সহ ১৩ জন বিরোধী সাংসদকে বৃহস্পতিবার অধিবেশনের বাকি অংশের জন্য লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সংসদের নতুন ভবন উদ্বোধনের সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা সংসদের ভেতরে প্ল্যাকার্ড আনা থেকে বিরত থাকব। বিড়লা বলেন, 'আমরা সংসদের মাঝখানে হট্টগোল করব না’।

Comments :0

Login to leave a comment