Nobel Prize in Literature

সাহিত্যে নোবেল পেলেন জন ফসসে

আন্তর্জাতিক

২০২৩ সালে সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান লেখক জন ফসসে। ৪ অক্টোবর সুইডিশ একাডেমি জানিয়েছে এই কথা। তাকে ‘‘তাঁর উদ্ভাবনী নাটক এবং যাদের কথা বলা যায় না তাদের কন্ঠস্বরকে গদ্যরূপ দেওয়ার জন্য’’ এই পুরস্কার দেওয়া হয়েছে। 
রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস বুধবার কোয়ান্টাম ডট আবিষ্কার এবং সংশ্লেষণের জন্য মৌঙ্গি জি বাভেন্ডি, লুই ই. ব্রুস এবং আলেক্সি আই. একিমভকে ২০২৩ সালের রসায়নে নোবেল পুরস্কার প্রদান করেছে।

Comments :0

Login to leave a comment