smuggling of liquor hidden in gas cylinders

গ্যাস সিলিন্ডারে লুকিয়ে মদ পাচার, বিক্ষোভ পুরুলিয়ায়

রাজ্য জেলা

চিত্রনাট্যটা ভালই ছিল। কিন্তু সে সফল হলো না। সিনেমাতে দুধের গাড়িতে চন্দন কাঠ পাচারের ঘটনা অনেকেই জানি। কিন্তু পুরুলিয়ার জয়পুরে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাবার গাড়িতে পাচার হচ্ছিল বেআইনি মদ। অভিযোগ বেশ কিছুদিন ধরেই চলছিল এই অবাধ পাচার পর্ব। কিন্তু শেষমেষ মহিলারা হাতেনাতে ধরে ফেললেন বেআইনি মদ। পুরুলিয়ার জয়পুরের শ্রীরামপুর গ্রামে প্রতিবাদে সহস্রাধিক মহিলা শিশু রাস্তায় নেমে এসে প্রতিবাদে সামিল হলেন। গাড়ি থেকে সমস্ত মদ বাইরে টেনে ফেলে নষ্ট করে দিলেন তারা। ওই গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। অবশেষে জয়পুর থানায় পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
পুরুলিয়া জেলা জুড়ে মদের বিক্রি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শারদোৎসবের সময় অনেক জেলাকে পেছনে ফেলে দিয়েছে পুরুলিয়া জেলার মদ বিক্রি। আর সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন পরিবারের মহিলারা। জয়পুরের মুকুন্দপুর অঞ্চলের শ্রীরামপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িতে করে সরবরাহ করা হচ্ছিল দেশী মদ। এমনি সাধারণ কেউ দেখলে মনে করবে যে গ্যাসের সিলিন্ডার বহন করা হচ্ছে। গ্রামের মহিলারা আঁচ করতে পেরেছিলেন ব্যাপারটা। কারণ বেশ কিছুদিন ধরেই তারা লক্ষ্য করছিলেন যে গ্রামে দেশি বেআইনি মদ খেয়ে পারিবারিক অশান্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল। মহিলাদের বক্তব্য বাবা-ছেলে একসঙ্গে মদ খেয়ে এসে ঘরে অশান্তি করছিল, অত্যাচার করছিল, মারধর করছিল। শিশুরা সব সময় আতঙ্ক থাকত। বুধবার মহিলারা অবৈধ মদ কারবারের বিরুদ্ধে অভিযানে হাতেনাতে ধরে সেই গাড়িকে।  হৈচৈ পড়ে যায় গোটা এলাকায়। গ্রামের মহিলারা গাড়ি আটক করে বিক্ষোভ দেখায়, ভাংচুর করে মদের বোতল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে সরব গ্রামের বাসিন্দারা। সমস্ত মদ নষ্ট করে মহিলারা জানিয়ে দিয়েছে এভাবেই তাঁরা বেআইনি মদ বিক্রির প্রতিবাদ জানাবেন। পুলিশ এসে প্রতিশ্রুতি দেওয়ার পর তুলে নেওয়া হয় বিক্ষোভ।

Comments :0

Login to leave a comment