ISRAEL PALESTINE CONFLICT

গাজায় কমপক্ষে নিহত ৫০ সাংবাদিক

আন্তর্জাতিক

burma civik war india mizoram bengali news

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ) এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাস ইজরায়েলের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করার পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে ৫০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

সোমবার এক প্রতিবেদনে নিউইয়র্ক ভিত্তিক অলাভজনক সংস্থাটি আরও বলেছে, তীব্র সংঘাতের মধ্যে সাংবাদিকদের মৃত্যুর দ্বিতীয় সবচেয়ে প্রাণঘাতী দিনটি ১৮ নভেম্বর সংঘটিত হয়, যেখানে পাঁচজন নিহত হয়, এবং সংঘাতের সবচেয়ে প্রাণঘাতী দিনটি ছিল এর প্রথম দিন, ৭ অক্টোবর, যেখানে ছয় জন সাংবাদিক ছিল।
নিহত ৫০ জনের মধ্যে ৪৫ জন প্যালেস্তিনীয়, চারজন ইজরায়েলি ও একজন লেবাননের নাগরিক।

সিপিজে জানিয়েছে, ১১ জন সাংবাদিক আহত হয়েছেন, তিনজন নিখোঁজ রয়েছেন এবং ১৮ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
অলাভজনক সংস্থাটি বলেছে, তারা অন্যান্য সাংবাদিকদের হত্যা, নিখোঁজ, আটক, আহত বা হুমকি দেওয়া এবং মিডিয়া অফিস এবং সাংবাদিকদের বাড়ির ক্ষয়ক্ষতির অসংখ্য অনিশ্চিত প্রতিবেদনও তদন্ত করছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৮ জনে, যাদের মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু এবং ৩ হাজার ২৭ জন নারী।

ইজরায়েলে এক হাজার ২০০ জনের বেশি এবং পশ্চিম তীরে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে।

Comments :0

Login to leave a comment