কড়া নিরাপত্তার মধ্যে মিজোরামের ৪০টি বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ১৭.১৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পার্বত্য রাজ্য জুড়ে ১,২৭৬টি ভোটকেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এমএনএফ, রাজ্যের প্রধান বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) এবং কংগ্রেস ৪০টি করে আসনে প্রার্থী দিয়েছে, আম আদমি পার্টি চারটি আসনে এবং ২৭ জন নির্দল প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি ভাষাগত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলিতে বিশেষ নজর দিয়ে ২৩ টি আসনে প্রার্থী দিয়েছে।
Mizoram Elections
মিজোরামে চলছে ভোট গ্রহণ
×
Comments :0