মুক্তধারা
কবিতা
সুখ-ই স্বাধীনতা
-------------------------
বর্ণালী মালিক
-------------------------
২৯ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
থাকে যদি সদ্ভাব
হবে না সুখের অভাব।
সুখ নাহি মেলে
পরাধীনতার কোলে ।
স্বাধীনতার সুখ
সেই সুখেই সব মুখরিত মুখ ।
সেই সুখ-ই তো স্বাধীনতা
তাতে নেই অন্য অধীনতা ।
ভাবের অনুভব
নেই কোনো অভাব।
শৃঙ্খলার রেশ
কাটেনি তার আবেশ।
সব জনে জানে
স্বাধীনতার মানে।
তবুও স্বাধীনতা তার অধীনে।
দেশে দশে এখনও মানি
স্বাধীনতা হীনতার গ্লানি ।
এখনও সময় দিচ্ছে হাতছানি
মনে প্রাণে অগ্নিবীরের পরশখানি।
রচিয়াছে যাঁরা দেশপ্রেমের কাহিনী
তাঁদেরই তো বরাবর মানি।
Comments :0