Election Commission

ষষ্ঠ দফায় দুর্যোগের আশঙ্কা, বিশেষ বৈঠক ডাকল কমিশন

রাজ্য লোকসভা ২০২৪

বিপর্যয় মোকাবিলায় বিষেশ বৈঠক ডাকল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বুধবার বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকে বসবেন। ২৫ মে রাজ্যে  ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ওই দিন পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ইতিমধ্যেই জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা  জারি করেছে আবহাওয়া দপ্তর।
ষষ্ঠ দফায় দুর্যোগের আশঙ্কায় বুধবার জরুরি ভিত্তিতে বৈঠক ডাকল নির্বাচন কমিশন। ডেকে পাঠালেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবকে। সেই সঙ্গে ষষ্ঠ দফার ভোট নিয়ে জেলার শাসকদের নিয়েও বৈঠক ডাকল কমিশন। জানা গেছে ষষ্ঠ দফা ভোটের সময় বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস নিয়ে কী ব্যবস্থা রয়েছ জেলাগুলোতে তা নিয়ে ভার্চুয়াল বৈঠক করবে কমিশন।
ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যেই আগামী ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে বলে খবর। দক্ষিণবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা।
আগামী ২৩ ও ২৪ তারিখ বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ২৫ তারিখ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, , পূর্ব মেদিনীপুরে। ২৫ তারিখ আবার গোটা দেশের সঙ্গেই ষষ্ঠ দফার ভোট রয়েছে রাজ্যের কয়েকটি লোকসভা কেন্দ্রে। ভোটে চিন্তা বাড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগও। তাই বুধবার দুর্যোগ নিয়ে বিষেষ বৈঠকে বসতে চলেছে কমিশন।

Comments :0

Login to leave a comment