POETRY / DIPABALI — PRADIP KUMAR CHAKRABORTY / AJJ DIPABALI / MUKTADHARA / 23 OCTOBER 2025 / 3rd YEAR

কবিতা / দীপাবলি — সুখেন্দু মজুমদার / আজ দীপাবলি / মুক্তধারা / ২৩ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  DIPABALI  PRADIP KUMAR CHAKRABORTY  AJJ DIPABALI  MUKTADHARA  23 OCTOBER 2025  3rd YEAR

মুক্তধারা

কবিতা

আজ দীপাবলি 

-------------------------
সুখেন্দু মজুমদার
-------------------------

২৩ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

{ad
}ঘরে ঘরে বাতি আর পথে পথে আলো
বলব কি রাত যেন ভারি জমকালো।

কারা এসে মুছে দিল রাতের আঁধার 
ঝুপড়িতে থাকি বটে ছাউনি পাতার।

শহর আলোর নদী জোয়ার ভাটায়
ঝুপড়িতে ঢুকে পড়ে আসর বসায়।

ঝুপড়িটা তাই আজ লাগছে কি খাসা
যেমন জোনাকি করে বাবুইয়ের বাসা।

কারো কম কারো বেশি থাকুক না হয়
ঘরে ঘরে মনগুলো হোক আলোময।

এটুকু চাইতে পারি কাজ আছে চলি
গাঁ- শহর আলোমাখা আজ দীপাবলি।
-----------------------------------------

{ad

Comments :0

Login to leave a comment