POETRY | PALLAVI ADK | NEW YEAR | MUKTADHARA | 2026 JANUARY 5 | 3rd YEAR

কবিতা | পল্লবী আদক | নতুন বছর | মুক্তধারা | ২০২৬ জানুয়ারি ৫ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  PALLAVI ADK  NEW YEAR  MUKTADHARA  2026 JANUARY 5  3rd YEAR

কবিতা

মুক্তধারা

নতুন বছর

পল্লবী আদক

২০২৬ জানুয়ারি ৫ | বর্ষ ৩

নতুন বছর এলো আবার,এই বছর তো হলো শেষ!
বছর শেষের সুখ দুঃখের রয়ে গেছে বিরাট এক রেশ।
দুঃখ ভুলে, সবে মিলে গাইবো মোরা জীবনেরই জয়গান,
নতুন বছর নতুন কিছু হবে, বছর টাকে করবো আহ্বান।
নতুন বছর মানেই সারা দিন মন থাকবে খুশি আর খুশি,
বছর টা বহন করে আনছে তো তাই সকলের মুখে হাসি।
আড্ডা,গান, হইহুল্লোড়ে কাটবে যে ওই বড় বেলা,
আট থেকে আশি মাতবে আনন্দে, বইবে খুশির মেলা।
এই নতুন বছরে থাকবে নতুন আশা আর তার আলো,
প্রার্থনা করি,নতুন বছর মোদের সবার হোক ভালো।।

Comments :0

Login to leave a comment