সন্দেশখালিতে পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার নাজাট থানা এলাকার হুলো পাড়া থেকে মুসা মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই নিয়ে ওই হামলার ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হল।
গত শুক্রবার রাতে সন্দেশখালির বয়েরমারি গ্রামে জমি ও জলাভূমি জবরদখল করে মাছ চাষের (ভেড়ি) অভিযোগে অভিযুক্ত মুসা মোল্লাকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই সময় স্থানীয় দুষ্কৃতীদের বাধার মুখে পড়তে হয় তাদের। পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়, ৬ জন পুলিশ কর্মী আহত হন। উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়েছিল।
গ্রেপ্তার হওয়া মুসা মোল্লা এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং তিনি বর্তমানে জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত।
পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িত বাকিদেরও সন্ধান চালানো হচ্ছে।
Sandeshkhali
গ্রেপ্তার সন্দেশখালির মুসা
×
Comments :0