মৃত ব্যক্তির জমি দখল করে সেই জমিতে থাকা কমবেশি ২ বিঘা পরিমাণ পুকুর ভরাটের অভিযোগ উঠলো শাসক ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকার শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল ও তার ভাইয়ের দলবল এই পুকুর ভরাট করছে। অভিযোগ, সাম্প্রতিক সময়ে হাসনাবাদ ব্লকের তালপুকুর বাজারে একটি গার্হস্থ্য পুকুরের বেশ কিছু অংশ নদীর সাদা বালি দিয়ে রাতারাতি ভরাট করে বিক্রি করে দেয় শাহানুর মন্ডলের ভাই সোহারাব মণ্ডল এবং তার দলবল। পরবর্তীতে সেখানে গড়ে ওঠে পাকা বেশ কয়েকটি দোকানঘর। বিষয়টি নিয়ে সোচ্চার হয় স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। জনস্বার্থে দায়ের করা মামলায় আদালত রায় দেয় পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আদালতের রায় থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন কার্যতঃ নিশ্চুপ থাকে। জনস্বার্থে দায়ের করা মামলাটি দ্বিতীয় পর্যায়ে কলকাতা উচ্চ আদালতে বিচারাধীন বলে জানা যায়। বসিরহাট -১নং ব্লকের পেয়ারাতলায় পুকুরটি ভরাট হয়ে যাচ্ছে অথচ, পুলিশ প্রশাসন সব জেনেও চুপ। শাঁকচূড়া বাগুন্ডি ও নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী গ্রাম পিয়ারাতলা। তৃণমূলের একটি সূত্রের খবর এলাকারই তৃণমূল কর্মী মোস্তাকিন এই পুকুর ভরাটের সঙ্গে যুক্ত। মৃত ব্যক্তির নাম জানা না গেলেও, জানা গিয়েছে মৃত ব্যক্তির পরবর্তী প্রজন্মের কেউ না থাকার সুযোগে দক্ষিণ বাগুন্ডি মৌজার ২৩৬ নং দাগের জমির একটি অংশের পুকুরটি ভরাট করে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে স্থানীয় জমি হাঙররা। যদিও পুকুর ভরাটের বিষয়টি শাঁকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন যে সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুকুর ভরাট বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলে লিখিত অভিযোগ করে, যারা এই বেআইনি কাজে যুক্ত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বসিরহাট ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। পুকুর ভরাটের বিষয়টি শুনে সংবাদ মাধ্যমকে লিখিত অভিযোগ করার কথা বলেন। যাবতীয় দায় কী সংবাদমাধ্যমের? তখন তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে ফোনটি কেটে দেন।
BASIRHAT
বসিরহাটে মৃত মানুষের জমি দখল করে পুকুর ভরাটের অভিযোগ তৃণমূল নেতা ও তার দলবলের
×
Comments :0